অনলাইন

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল জয়ী

স্টাফ রিপোর্টার

৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৭:৫৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচন নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল জয় পেয়েছে।
মঙ্গলবার বিকেলে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের শিক্ষক ড. অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী। ঘোষিত ফলাফলে দেখা যায়, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল। ১৫টি কার্যকর পরিষদ পদে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪টিতেই জিতেছেন তারা। অন্যদিকে মাত্র একটি সদস্য পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের প্রার্থী।

সভাপতি পদে জয়ী হয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক পদে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, সহ-সভাপতি পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, লেদার অ্যান্ড টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটিটের অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের একমাত্র সদস্য বিজয়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status