ভারত

ভারতে জেএমবি জঙ্গীদের অনুপ্রবেশ, সতর্কতা জারি

কলকাতা প্রতিনিধি

২ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৭:১৩ পূর্বাহ্ন

ভারতের আসাম রাজ্যে জামায়ুতুল মুজাহিদিন বাংলাদেশের ১৫ জনের একটি জঙ্গী দলের অনুপ্রবেশ ঘটেছে। এমনটাই দাবি ভারতীয় গোয়েন্দাদের। বাংলাদেশ থেকেও এ ব্যাপারে বিশেষ তথ্য পাঠানো হয়েছে। তাতেও গোয়েন্দাদের আশঙ্কাকে সমর্থন জানানো হয়েছে। ভারতকে রীতিমত সতর্ক করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। জেএমবির ১৫ সদস্যের যে জঙ্গী দলটি ধুবড়ি দিয়ে বরপেটায় প্রবেশ করেছে, সেই দলে রয়েছে পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সালাউদ্দিনও। বাংলাদেশ থেকে এই খবর আসার পরই আসামে সতর্কতা জারি করা হযেছে। আসামের অন্যন্য জেলাকেও সতর্ক করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বরপেটা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মালদাহে বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতে কোনও জঙ্গীর অনুপ্রবেশ না ঘটে সেজন্য বিএসএফকেও সতর্ক করা হয়েছে। বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্ত বরাবর তারা জোর নজরদারি করছেন। আসামের বরপেটা সহ সন্নিহিত অঞ্চলে অনেক দিন ধরে জেএমবি জঙ্গরিা তৎপর ছিল বলে পুলিশ আগেই জানতে পেরেছে। আসামের ওই অঞ্চল থেকে একাধিক জেএমবি জঙ্গীকে আগেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ভারতীয গোয়েন্দারা সালাউদ্দিনকে আটক করার ব্যাপারে বেশি আগ্রহী। এনআইএয়ের গোয়েন্দারাও সালাউদ্দ্দিনকে গ্রেপ্তারে জন্য অনেক দিন ধরেই তখ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে। এদিকে অসমের সতর্কতার জেরে মালদহ গামী সব ট্রেনে তল্লাশি শুরু হযেছে। রাজ্য প্রশাসনকেও জঙ্গী অনুপ্রবেশের বিষয়টি জানানো হযেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status