বিনোদন

শুভ জন্মদিন সুবর্ণা মুস্তাফা

স্টাফ রিপোর্টার

২ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:০৮ পূর্বাহ্ন

বিশিষ্ট নাট্যাভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ। তবে এবারের এ দিনটি নিয়ে তার বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন। থাকছেন না কোনো চ্যানেলের সরাসরি অনুষ্ঠানেও। সকাল থেকে বিকাল পর্যন্ত রেডিও ভূমিতে থাকবেন তিনি। সেখানে একজন ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেট খেলার আপডেট জানাবেন।  এরপর বাকিটা সময় তিনি রাজধানীর উত্তরার নিজ বাস ভবনেই কাটাবেন নিজের মতো করে। ছোটবেলায় সুবর্ণা মুস্তাফা জন্মদিন উদ্‌যাপনের সুযোগ পেতেন না। কারণ বছরের এই সময়টাতে পরীক্ষা থাকতো। সুবর্ণা মুস্তাফা বলেন, জন্মদিন এলে আব্বা-আম্মাকে খুব মিস করি। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি। এদিকে গতকাল থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয়েছে সুবর্ণা মুস্তাফার উপস্থাপনায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান ‘আনে মুক্তি আলো আনে’। অন্যদিকে আগামী বিজয় দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন সুবর্ণা মুস্তাফাকে নিয়ে বিশেষ নাটক ‘অপেক্ষা’। এ অভিনেত্রী সর্বশেষ বদরুল আনাম সৌদের নির্দেশনায় ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয় করেছেন। এরপর আর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। আজাদ আবুল কালাম (পাভেল) রচিত ও আফসানা মিমি এবং বদরুল আনাম সৌদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ডলস হাউজ’-এ অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। এই নাটকেই প্রথম সুবর্ণা সৌদের নির্দেশনায় অভিনয় করেন। এরপর বদরুল আনাম সৌদের রচনা ও নির্দেশনায় সুবর্ণা মুস্তাফা অভিনয় করেন ধারাবাহিক নাটক ‘সীমান্ত’, ‘উপসংহার’, ‘গহীনে’, ‘গ্রন্থিক গণকহে’, ‘এলেবেলে’, ‘কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দৌলা’, ‘পিঞ্জর’, ‘ঘোড়ার চাল আড়াই ঘর’, ‘অন্তর্যাত্রা’ ইত্যাদি। সৌদের নির্দেশনায় সুবর্ণা মুস্তাফাকে দেখা গেছে খণ্ড নাটক ‘চিকিৎসক রশিদ করিম ও তার বিবাহবিষয়ক জটিলতা’, ‘খণ্ডগল্প ১৯৭১’সহ আরো প্রায় ১৩-১৪টি নাটকে। সুবর্ণা মুস্তাফা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞা’, ‘রাক্ষস’, ‘কমান্ডার’, ‘অপহরণ’, ‘স্ত্রী, ‘দূরত্ব’ ইত্যাদি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status