এক্সক্লুসিভ

কবরীও তো এমপি আছিলো

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২৮ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:১৫ পূর্বাহ্ন

 নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমান বলেছেন, ‘আই এম নট এ পলিটিক্যাল প্রস্টিটিউট। আমি পলিটিক্যাল বেশ্যা না। সোজা কথা, আমার কাছে এমপিটা বড় কথা না। আমি শেষ এমপি না। এরপরেও একজন দাঁড়াবে। যাদের বিরুদ্ধে নির্বাচন  করতেছি কালকে আমি বাঁচবো কি-না জানি না। ওরা হত্যাকারী। ওরা বঙ্গবন্ধুরে মারছে, শেখ হাসিনাকে মারার চেষ্টা করছে। ২০১৪, ২০১৫ সালে মানুষ পুড়িয়ে মারছে। তাদের বিরুদ্ধে আমার ভোট চাইতে হবে? কেন গো ভাই?  মানুষের বিবেক নাই? মঙ্গলবার বিকালে ফতুল্লা থানার পূর্ব ইসদাইর (বুড়ির দোকান) এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মিথ্যা কথা বলে লাভ নাই। নৌকা হলেই ভালো প্রার্থী হইবো- এমন কোনো কথা নাই। কবরীও তো এমপি আছিলো। আমার চাচী বলে আর কি! আমি জানি না। মসজিদের টাকাও খাইয়া  ফেলছে মাইরা। কিন্তু মার্কা তো নৌকা। শামীম ওসমান বলেন, আমার বক্তব্য পরিষ্কার, আপনি ঠিক করেন আপনি কি করবেন? ঘুমাবেন? ঘুমান। কোনো সমস্যা নাই। কিন্তু এখানে সুন্দর একটা গাছ লাগাবেন। ডাব গাছ লাগালে আপনি ডাব খাবেন, আম গাছ লাগালে আম খাবেন, কলা গাছ লাগালে আপনি কলা থেকে আয়রন পাবেন। ফল তো লাগাইছি, ফুল লাগাই। লাগান ফুল, কোনো সমস্যা নাই। ফুলের সৌন্দর্য দেখেন। ফুলের গন্ধ শুঁকে আত্মার তৃপ্তি নেন। আপনি চিন্তা করতে পারেন, আমার ফলেরও দরকার নাই, ফুলেরও দরকার নাই। জঙ্গলই থাকুক। বানান জঙ্গল। জঙ্গলে কি থাকে? জঙ্গলে কাঁটা থাকে, জঙ্গলে সাপ থাকে, বিচ্ছা থাকে, পোকা থাকে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি লাগাবেন? আমি যদি ফল হই আমাকে লাগান, আমি যদি ফুল হই আমাকে লাগান আর যদি কাঁটা হই দোহাই লাগে ছুড়ে ফেলে দেন।  গণসংযোগকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সামা ফিরোজ, ফতুল্লা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মিছির আলী মেম্বার, ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার আলী আকবর, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানি প্রমুখ।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status