শিক্ষাঙ্গন

এসএসসি ও সমমানের পরীক্ষা ২রা ফেব্রুয়ারি থেকে

স্টাফ রিপোর্টার

২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১০:০৩ পূর্বাহ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। গতকাল পরীক্ষার সূচি নির্ধারণ করে তা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি। সূচি অনুযায়ী, ২রা  থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি’র তত্ত্বীয় পরীক্ষা হবে। আর ২৬শে ফেব্রুয়ারি সংগীত বিষয়ের এবং ২৭শে ফেব্রুয়ারি থেকে ১২ই মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।

বেশ কয়েকবছর থেকে ১লা  ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হলেও এবার ওইদিন শুক্রবার হওয়ায় ২রা ফেব্রুয়ারি   থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি। এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে  নেয়া হবে সৃজনশীল ও রচনামূলক অংশের পরীক্ষা। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status