ভারত

স্বাধীন ভারতে কলকাতার প্রথম মুসলিম মেয়র ফিরহাদ

কলকাতা প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:২৬ পূর্বাহ্ন

কলকাতার নতুন মেয়র হিসেবে বৃহষ্পতিবার পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় দীর্ঘ আলোচনার পর ফিরহাদ হাকিমকে মেয়র এবং অতীন ঘোষকে ডেপুটি মেয়র হিসেবে নাম ঘোষণা করেছেন। বান্ধবীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক এবং স্ত্রীর সঙ্গে ডিভোর্সের মামলার খেসারত দিতে হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। দিদি মমতার নির্দেশে তাঁকে মন্ত্রীত্ব ছাড়ার পাশাপাশি কলকাতার মেয়রের পদ থেকেও সরে দাঁড়াতে হয়েছে। বৃহষ্পতিবারই নিরাপত্তা রক্ষীর হাত দিয়ে মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। এরপরই নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নাম ঘোষণার আগে দুজনকে পরামর্শ দিয়েছেন কিভাবে পুরসভা পরিচালনা করতে হবে। ফিরহাদ একই সঙ্গে মন্ত্রীর দায়িত্ব পালন করবেন তাঁর পূর্বসূরীর মত।

স্বাধীন ভারতে এই প্রথম কলকাতার মেয়র পদে একজন মুসলিম অভিষিক্ত হতে চলেছেন। অবশ্য কলকাতা পুরসভার ইতিহাসে এর আগে আরও পাঁচ জন মুসলিম নেতা মেয়র হয়েছিলেন। তবে সেগুলি সবই হয়েছে স্বাধীনতার আগে। ফিরহাদের আগে যারা কলকাতার মেয়র হয়েছেন তারা হলেন একে ফজলুল হক (১৯৩৫-৩৬), এ কে এম জাকারিয়া(১৯৩৮-৩৯), আবদুর রহমান সিদ্দিকি (১৯৪০-৪১), সৈয়দ বদরুদ্দোজ্জা (১৯৪৩-৪৪) ও সৈয়দ মহম্মদ ওসমান (১৯৪৬-৪৭)। কলকাতার মেয়র হিসেবে নাম ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে ফিরহাদ বলেছেন,  নেত্রী আগেই বলেছিলেন, এখন আবার বললাম। পরিস্থিতি এমন হয়েছে, যে দিদি আমাকে কলকাতা পুরসভার মেয়র করতে বাধ্য হয়েছেন। এটা ভাগ্যের পরিণতি। অন্যদিকে সাবেক মেয়র শোভন চট্টোপ্যাায় দু’জনের সঙ্গেই পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমনকি নিয়ম অনুসারে ফিরহাদকে ছয় মাসের মধ্যে কোনও ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে জিতিয়ে আনার জন্য নিজের ওয়ার্ড ছাড়তেও তিনি রাজি বলে জানিয়েছেন। এদিন অবশ্য এক সংবাদ সম্মেলনে তার পদত্যাগ নিয়ে অনেক কথা বলেছেন।

গত বুধবারই তিনি জানিয়েছিলেন যে, তাঁর বান্ধবী যেভাবে যন্ত্রণা পাচ্ছেন সেজন্য তিনি ব্যাথিত। একই সঙ্গে শোভন নিজের স্ত্রীর সঙ্গে ১৫ বছরের ছোট এক যুবকের প্রেমের সম্পর্কের অভিযোগ করেছেন প্রকাশ্যে। পাল্টা হিসেবে স্ত্রী রতœা চট্টোপাধ্যায়ও আদালতে শোভনকে শায়েস্তা করবেন বলে ঘোষণা দিয়েছেন। স্বামী-স্ত্রীর এই ঝগড়া কলকাতার মানুষের মুখরোচক খাদ্য হয়েছে। শোভন অবশ্য দল যায় যাক, ঘনিষ্ট বান্ধবী কলকাতার একটি কলেজের অধ্যক্ষ অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে পারবেন না বলে এদিনও বলেছেন। এদিকে স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস-এর মতো একাধিক হিন্দু সংগঠন। এই হিন্দুত্ববাদী সংগঠনগুলির বক্তব্য,  সরকারের এই সিদ্ধান্ত ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’-এর স্মৃতি না ফেরালেই রক্ষে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status