বিনোদন

রিসেপশনে বউয়ের শাড়ি ঠিক করে দিয়েছেন রণবীর

কলকাতা প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১:৩০ পূর্বাহ্ন

জমকালো বিয়ের পর এবার জমকালো রিসেপশন হয়েছে দীপিকার নিজের শহর বাঙ্গালুরুতে ।  গত ১৪-১৫ই নভেম্বর দীপবীর জুটি বিয়ে সেরেছেন ইতালির লেক-কোমোতে। ইতিমধ্যে স্বপ্নের জুটির সেই বিয়ের ছবিও প্রকাশ্যে এসেছে। গত বুধবার বাঙ্গালুরুর হোটেল লীলা প্যালেসে আয়োজিত  রিসেপশনেও দেখা গেছে নব দম্পতিকে চোখ ধাঁধানো লুকে হাজির হতে। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোষাক এদিন অবশ্য এই জুটি পরেন নি। দীপিকা পরেছিলেন তার মায়ের দেওয়া সোনালি শাড়ি। সিঁথি ভরা সিঁদুর। আর ট্র্যাডিশনাল গয়নায় সেজেছিলেন তিনি। চুলটা টেনে খোঁপা করা ছিল তার সিগনেচার স্টাইলে। আর রণবীর পড়েছিলেন  আরেক প্রখ্যাত ডিজাইনার রোহিত বালের ডিজাইনে তৈরি কালো শেরওয়ানি। তার ওপর রূপালি কাজ করা। তবে রিসেপশনের যে কয়েকটি ছবি প্রকাশ হয়েছে তার একটিতে দেখা গেছে, রণবীর বউয়ের শাড়ি ঠিক করে দিচ্ছেন। অবশ্য ইন্ডাস্ট্রির মতে, বরাবরই জনসমক্ষে এভাবে দীপিকাকে প্যাম্পার করতে দেখা যায় রণবীরকে। বিয়ের পর্ব কাটিয়ে গত ১৮ই নভেম্বর দীপবীর চলে এসেছিলেন মুম্বইয়ে। উঠেছিলেন রণবীরের বাড়িতেই। আর গত মঙ্গলবার এসেছেন বাঙ্গালুরুতে। বুধবার হয়েছে রিসেপশন। এদিকে দীপিকা অবশেষে তার ঘাড় থেকে মুছে ফেলেছেন সাবেক প্রেমিক রণবীর কাপুরের নাম লেখা ট্যাটু। প্রেম পর্বে এই ট্যাটু করে দীপিকা সারাজীবনের মতো অঙ্গে রাখতে চেয়েছিলেন। তবে ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বেশ কয়েকবার রণবীরকে দেখার পর সেই সম্পর্ক ভেঙ্গে দিয়েছিলেন দীপিকা। কিন্তু ট্যাটুটি মোছেন নি। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবেও দেখা গেছে দীপিকার ঘাড়ে সেই ট্যাটু জ্বলজ্বল করেছে।  তবে বিয়ের আগেই সম্ভবত সেই ট্যাটু মুছে ফেলা হয়েছে। জানা গেছে, বুধবারের রিসেপশনে প্রধানত দক্ষিণ ভারতীয় খাবারই পরিবেশন করা হয়। অতিথি তালিকায় মূলত জায়গা পেয়েছিলেন দীপিকার পরিবারের চেনা মানুষজনই। দীপিকার পিতা এক সময়ের ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের বন্ধুবান্ধবরাই ছিলেন বেশি সংখ্যায়। উপস্থিত ছিলেন রণবীরের বাবা, মা ও বোনও। এদিনের রিসেপশনের বেশ কিছু ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেছে। ছবি না তোলার নিষেধাজ্ঞা কেউ মানেন নি। নব দম্পতিও ছবি তোলার জন্য পোজ দিয়েছেন।  আগামী ২৮শে নভেম্বর মুম্বইতে হবে আরেকটি জমকালো রিসেপশন। শোনা যাচ্ছে, ডিসেম্বরেও একটি রিসেপশন হবে ইন্ডাস্ট্রির মানুষদের জন্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status