ভারত

বিজেপি ধাক্কা খেয়েছে উত্তরাখন্ডেও

কলকাতা প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:৫৭ পূর্বাহ্ন

আগামী লোকসভা নির্বাচনে বিজেপি তিনশ’র বেশি আসন পাবে বলে সমীক্ষায় বলা হচ্ছে। কিন্তু তার আগেই একের পর এক স্থানীয় নির্বাচনে বিজেপিকে হারের মুখ দেখতে হচ্ছে। মাত্র এক বছর আগে উত্তরাখন্ডর বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলল গরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছিল। রাজ্যের ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৫৭টি আসনেই জয়ী হয়েছিল। কিন্তু এক বছরের মাথাতেই  ছবিটা বদলে গেছে। বুধবার  রাজ্যের যে ৮৪টি পুরসভা নির্বাচনের ফল জানা  গেছে, তার মধ্যে মাত্র ৩৪টি পুরসভা দখল করতে পেরেছে বিজেপি। বাকি ৫০টি পুরসভার দখল নিয়েছেন বিরোধী কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা। মুসৌরিতে বিজেপির শোচনীয় ফল হযেছে। এই শহরে একেবারে নিশ্চিহ্য হয়ে গিয়েছে বিজেপি। নির্দল প্রার্থীদের পাশাপাশি মুসৌরির দখল নিয়েছে কংগ্রেস। উত্তরকাশী জেলাতেও নির্বাচনের  ফলাফলে একই ছবি দেখা গিয়েছে। মোট ৩৯টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ড জিতেছেন নির্দলেরা।  দেরাদূন পুরসভার ৩৪টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে কংগ্রেস। সেখানে কংগ্রেস জিতেছে ১৫টি আসন। অন্য দিকে বিজেপি পেয়েছে ১৪টি ওয়ার্ড। নির্দল প্রার্থীরা জিতেছেন ৫টি আসন। উত্তরাখন্ডের  শহুরে এলাকাতেই ধাক্কা খেয়েছে বিজেপি। চম্পাবতের মতো গুরুত্বপূর্ণ পুরসভার চেয়ারম্যান হচ্ছেন কংগ্রেস প্রার্থী। সেখানে কংগ্রেসের বিজয় বর্মা পেয়েছেন ১,৩১৫টি ভোট। সেখানে বিজেপি রয়েছে তৃতীয় স্থানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status