খেলা

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুশফিক-মিরাজ

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:০৫ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দুর্দান্ত নৈপুণ্যের পুরস্কার পেলেন মুশফিকুর রহীম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। আইসিসির সর্বশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে মুশফিক ও মিরাজ ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেন। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সমতা (১-১) ফেরানো দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে (২১৯*) ম্যাচসেরা হন মুশফিক। বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ফিফটির পাশাপাশি ৫ উইকেটের অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন তাইজুল। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট (৫ ও ২)। প্রথম ইনিংসে ১৬১ রানের চোখ ধাঁধানো ইনিংসে নিজেকে ফিরে পান মুমিনুল। আর দ্বিতীয় ইনিংসে আট বছরের সেঞ্চুরি খরার অবসান টানেন মাহমুদুল্লাহ (১০১*)। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা ২০-এ ঢুকেছেন মুশফিক। পাঁচ ধাপ এগিয়ে মুশফিকের অবস্থান ১৮তম। মুশফিকের আগের সেরা অবস্থান ছিল ২১তম। বোলিং ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন তিনি। আর বোলারদের মধ্যে ৭ ধাপ উন্নতিতে ২৮ নম্বরে অবস্থান করছেন। তিন ধাপ এগিয়ে তাইজুলের অবস্থান ২৭-এ। ২০১৫ সালের মে মাসে তাইজুল তার ক্যারিয়ার সেরা ২৬তম স্থানে উঠেছিলেন। ৭৪ নম্বর থেকে এক লাফে ৫৭-তে মাহমুদুল্লাহ। ৩৫তম স্থানে শোভা পাচ্ছে মুমিনুলের নাম। ইনজুরির কারণে এই সিরিজ মিস করেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ব্যাটসম্যানদের মধ্যে সাকিব ২৪ ও তামিম রয়েছেন ৩১ নম্বরে। সৌম্য সরকার ৮৩, ইমরুল কায়েস ৮৪, লিটন দাস ৯০ ও ১০০ নম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা সাব্বির রহমান। আর বোলিংয়ে সাকিব রয়েছেন ২১ নম্বরে। মোস্তাফিজ ৫২, মাহমুদুল্লাহ ৬৯, সুবাশিষ রায় ৭৮, আবু জায়েদ রাহি ৮৩, শফিউল ইসলাম ৮৬, আবদুর রাজ্জাক ৮৮, রুবেল হোসেন ৯০, নাজমুল ইসলাম অপু ৯৪ নম্বরে অবস্থান করছেন। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। দ্বিতীয় স্থানে ভারতের রবীন্দ্র জাদেজা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে বাংলাদেশ দল হারিয়েছে ৬ রেটিং পয়েন্ট। ৬১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নবম। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৭৬) সঙ্গে সিরিজ দিয়ে ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছে টাইগাররা। ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (১০৬)। ১ পয়েন্ট কম নিয়ে তিনে ইংল্যান্ড, ১০২ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে পাঁচে অস্ট্রেলিয়া, ৯৭ পয়েন্ট নিয়ে ছয়ে শ্রীলঙ্কা, ৯৫ পয়েন্ট নিয়ে সাতে পাকিস্তান। দশ নম্বরে জিম্বাবুয়ে। রেটিং পয়েন্ট মাত্র ১৩। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ১১ পয়েন্ট অর্জন করে জিম্বাবুয়ে দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status