খেলা

ফ্রান্সের বিদায়

৫ মিনিটের নাটকীয়তায় সেমিফাইনালে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:০৪ পূর্বাহ্ন

এক পয়েন্ট হলেই সেমিফাইনাল নিশ্চিত নেদারল্যান্ডসের। কিন্তু প্রথমার্ধে দুই গোল হজম করে শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জার্মানির সঙ্গে ড্র করে সে লক্ষ্য পূরণ করেছে ডাচরা। সোমবার ইউয়েফা নেশন্স লীগে ‘এ’ গ্রুপের ম্যাচে জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করে নেদারল্যান্ডস। প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছিল ডাচরা। ডাচদের এই জয়ে বাদ পড়লো স্পেন। ৪ ম্যাচে ৭ করে পয়েন্ট ফ্রান্স ও নেদারল্যান্ডসের। কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডাচরা। ‘এ’ লীগের চার গ্রুপের শীর্ষ দলগুলো নিয়ে আগামী বছর জুনে পর্তুগালে হবে টুর্নামেন্টের শিরোপা লড়াই। আর এই চার দলের সেমিফাইনালের ড্র হবে আগামী ৩রা ডিসেম্বর। গ্রুপ-২ থেকে সুইজারল্যান্ড, গ্রুপ-৩ থেকে পর্তুগাল ও গ্রুপ-৪ থেকে ইংল্যান্ড আগেই শেষ চার নিশ্চিত করেছে। আর ‘বি’ লীগে অবনমন হয়েছে গ্রুপ ‘এ’ থেকে জার্মানি, ‘বি’ থেকে আইসল্যান্ড, গ্রুপ ‘সি’ থেকে পোল্যান্ড ও গ্রুপ ‘ডি’ থেকে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার। সোমবার নিজেদের মাঠে ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়া জার্মানি। টনি ক্রুসের বাড়ানো বল জিনাব্রি ফ্লিক করার পর পেয়ে যান টিমো ভারনার। ডান পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ১৯তম মিনিটে দ্বিতীয় গোল করে চালকের আসনে বসে যায় ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এবারো গোলের নেপথ্যের কারিগর ক্রুস। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে লেরয় সানের শট প্রতিপক্ষের এক খোলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। এ নিয়ে জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল করলেন এই ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। শেষ পাঁচ মিনিটে চমক দেখায় নেদারল্যান্ডস। ৮৫তম মিনিটে ম্যাচে ফেরার গোল পায় ডাচরা। ডি রনের কাট ব্যাক থেকে পাওয়া বল দারুণ শটে গোল করেন প্রমেস। ৯০তম মিনিটে ভ্যান ডাইকের ভলিতে ম্যানুয়েল নয়্যার পরাস্ত হলে ড্রয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। আসরে এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে জয়, এক ড্র ও এক হার দেখে ফ্রান্স। অন্যদিকে চার ম্যাচের দুটিতে জয় ও একটি করে ড্র ও হার দেখে ডাচরা। আর চলতি আসরে এ পর্যন্ত চার ম্যাচ খেলে জিততে পারেনি জার্মানি। দুই ড্র আর বাকি দুটিতে হার।

শেষ চার
পর্তুগাল, ইংল্যান্ড, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস
অবনমন
জার্মানি, ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও আইসল্যান্ড
ম্যাচের ফল
আন্দ্রোরা ০-০ লাটভিয়া
জর্জিয়া ২-১ কাজাখস্তান
জার্মানি ২-২ নেদারল্যান্ডস
বুলগেরিয়া ১-১ স্লোভেনিয়া
সাইপ্রাস ০-২ নরওয়ে
লিখটেনস্টেইন ২-২ আর্মেনিয়া
মেসিডোনিয়া ৪-০ জিব্রাল্টার
চেক রিপাবলিক ১-০ স্লোভাকিয়া
ডেনমার্ক ০-০ উত্তর আয়ারল্যান্ড
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status