দেশ বিদেশ

পাল্টে যেতে পারে বরিশালের ৬টি আসনের হিসাবনিকাশ

জিয়া শাহীন, বরিশাল থেকে

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:০২ পূর্বাহ্ন

একমাত্র বরিশাল-১ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর মনোনয়ন ছাড়া আর কোনো হিসাবই মিলাতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। পাল্টে যেতে বসেছে সহজ সব সমীকরণ। ক্ষণে ক্ষণেই উঠে আসছে নতুন সব নাম। এমনকি বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত বরিশাল-৫ আসনের মজিবর রহমান সরোয়ারও অনিশ্চিত হয়ে পড়েছেন। একই ভাবে অনিশ্চিতের খাতায় দুইবারের দুই স্থান থেকে নির্বাচিত আওয়ামী লীগের তালুকদার মো. ইউনুচ, বরিশাল-২ থেকে বিএনপির মনোনয়ন নিশ্চিত বলে এস শরফুদ্দিন সান্টু, বরিশাল-৩ থেকে নির্বাচিত ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান, বরিশাল-৬ থেকে মনোনয়নের দাবিদার আবুল হোসেনও। বরিশাল-৩ থেকে এমপি পঙ্কজ নাথের নাম ‘এই উঠে আসে আবার নেমে যায়’- এমন অবস্থা। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে একমাত্র একটি আসনের মনোনয়ন সবাই

জেনে গেছেন। সেটি হলো বরিশাল-১ আসন। গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ নিশ্চিত হয়ে গেছেন। দলীয় কোনো প্রার্থী মনোনয়ন কেনেন নি দক্ষিণাঞ্চলের অভিভাবক হিসেবে খ্যাত হাসানাতের প্রতিপক্ষ হিসেবে। তবে বিএনপির প্রার্থী নিয়ে চলছে নানা জল্পনা। জহিরউদ্দিন স্বপনের নাম শোনা গেলেও তার বিরুদ্ধে রয়েছেন স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা। তবে আর যারা মনোনয়ন চাইছেন তাদের চেয়ে স্বপন এই মুহূর্তে এগিয়ে। বরিশাল-২ আসনটিতে মনোনয়ন নিয়ে ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। কি আওয়ামী লীগ কি বিএনপি। বর্তমান এমপি তালুকদার মো. ইউনুচকে কেন্দ্র পছন্দ করলেও সম্পূর্ণ উল্টো চিত্র তৃণমূলে। তিনি স্থানীয় না হওয়ায় একাধিক প্রার্থী দাঁড়িয়ে গেছেন তার বিরুদ্ধে মনোনয়ন দৌড়ের প্রতিযোগিতায়। সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, মোয়াজ্জেম হোসেনরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মনোনয়ন লাভের। প্রথমদিকে তালুকদার মো. ইউনুচের নাম বাদ গেছে- এমন গুঞ্জন উঠলেও গত ২দিন যাবৎ আবার লাইম লাইটে চলে এসেছেন তিনি। বিএনপিতে এ আসনে মনোনয়নের ব্যাপারে ৯০ ভাগ নিশ্চিত ছিলেন এস শরফুদ্দিন আহমেদ সান্টু। হঠাৎ সাবেক এমপি, সাবেক হুইপ শহিদুল হক জামাল দলে ফেরায় টালমাটাল অবস্থা সান্টুর। মনোনয়ন দৌড়ে পিছিয়ে গেছেন তিনি। বরিশাল-৩ আসনটি আওয়ামী লীগ জোটকে ছেড়ে দিয়েছেন এটি পুরাতন সংবাদ। কিন্তু ১৪ দলের কাকে ছাড়বেন- সে প্রশ্ন এখন প্রকাশ্যে। এই জোটের ২ শরিক দলই চাইছেন বাবুগঞ্জ-মুলাদী নিয়ে গঠিত এই আসনটির মনোনয়ন। চলছে দুই টিপুর মধ্যে মনোনয়ন লড়াই। ওয়ার্কার্স পার্টি টিপু সুলতান বর্তমান এমপি। আর জাতীয় পার্টি (এরশাদ)-এর গোলাম কিবরিয়া টিপু সাবেক এমপি। যে কেউ পেতে পারেন এ আসনটি।
বরিশাল-৪ আসনে একরকম নিশ্চিত বলে ধারণা করা হচ্ছিল আওয়ামী লীগ নেতা, বর্তমান এমপি পঙ্কজ নাথের নামটি। কিন্তু স্থানীয় শক্তিশালী একটি গ্রুপ প্রকাশ্যে এর বিরোধিতায় নেমেছেন। করছেন সভা- সমাবেশ। তার নামে রয়েছে একাধিক মামলা। দলীয় একাধিক প্রভাবশালী নেতা মনোনয়ন কিনে চ্যালেঞ্জ ছুড়েছেন পঙ্কজের প্রতি। আবার কেন্দ্রীয় এক নেতার নামও উঠে এসেছে মনোনয়ন লিস্টে।
সবচেয়ে গুঞ্জন বরিশাল-৫ আসনটি নিয়ে। আওয়ামী লীগ কিংবা বিএনপির কোনো হিসাবই মিলছে না। বর্তমান এমপি জেবুন্নেছা আফরোজ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পছন্দের প্রার্থী হলেও তৃণমূলে তার প্রতি আস্থা নেই। দলেও তার অবস্থান নড়বড়ে। তারপরও এখন পর্যন্ত তিনি মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকলেও হঠাৎ করে গত ২দিন থেকে কর্নেল জাহিদ ফারুকের নাম আলোচনায় উঠে এসেছে। মনোনয়ন দৌড়ে আছেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মাহাবুব উদ্দিন, বীর বিক্রমসহ বেশ কয়েকজন।
বিএনপির মজিবর রহমান সরোয়ারকে এতদিন মনোনয়ন নিয়ে এবায়েদুল হক চান বা আহসান হাবিব কামালের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। চান- কামালের পরেও সরোয়ারকে প্রতিযোগিতায় নামতে হচ্ছে কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল আর বিলকিস আক্তার জাহান শিরিনের সঙ্গে। গত ২/৩ দিন থেকে হঠাৎ আলালের নাম উচ্চারিত হওয়ায় বিভ্রান্তিতে নেতাকর্মীরা। প্রতিবারের মতো এবারও মাঠে নেমেছেন সরোয়ার অনুসারীরা। বিভিন্ন সভায় জোর দাবি জানাচ্ছেন সরোয়ারকে মনোনয়ন দেয়ার জন্য। সিটি নির্বাচনে সরোয়ারের আকস্মিক মাঠ ছেড়ে দেয়ার বিষয়টি পুঁজি করে কেন্দ্রে নালিশ জানাচ্ছেন তার প্রতিপক্ষ দলীয় নেতারা- এমন অভিযোগে কিছুটা হলেও টলমলে সরোয়ারের মনোনয়নের বিষয়টি। তবে শেষ মুহূর্তে সরোয়ারই পাবেন মনোনয়ন- এমন বিশ্বাস তার অনুসারীদের। সরোয়ার ছাড়া এ আসনটি বিএনপি কব্জা করতে পারবে না- এমন বিশ্বাস তৃণমূলের প্রায় সব নেতাকর্মীর।
বরিশাল-৬ আসনে বিএনপির আবুল হোসেনের নাম শোনা গেলেও তার বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মীরা দাঁড়িয়ে গেছেন। আর আওয়ামী লীগ এ আসনটি জাতীয় পার্টির নাসরিন জাহান রত্নাকে মনোনয়ন দিচ্ছে বলে জানা গেছে। তবে শেষ মুহূর্তে এ আসনটিতেও নানা নাটকীয় ঘটনা ঘটতে পারে বলে গুঞ্জন রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status