এক্সক্লুসিভ

খুলনা-২

মঞ্জু’র বিপক্ষে লড়বে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জুয়েল

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৭:০৯ পূর্বাহ্ন

খুলনা-২ (খুলনা সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হচ্ছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল। তার নামও ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। সমর্থন রয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দলটির অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে প্রার্থী চূড়ান্ত আওয়ামী লীগ-বিএনপির! পদ্মার এ পাড়ের সর্বাধিক মর্যাদাপূর্ণ খুলনা-২ আসনে ভোটের লড়াই হবে ‘নৌকা’ ও ‘ধানের শীষ’-এ। বিজয়ের আশাবাদী দু’শিবিরেই। প্রধান এ দু’দলের নেতা-কর্মীরাও বেশ উজ্জীবিত। তবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি নেতা-কর্মীরা।
সূত্র মতে, বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী এম এ বারী। বিগত দিনে এ আসনে বিএনপিরই প্রাধান্য দেখা গেছে। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে শেখ রাজ্জাক আলী বিএনপির মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন এ আসনটিতে। পরে তার ছেড়ে দেয়া আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আসগর লবী। তারপর মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু নবম জাতীয় সংসদ নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান মিজানকে পরাজিত করেছিলেন এক হাজার ৬৭০ ভোটের ব্যবধানে। ওই নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ৯০ হাজার ৯৫০ ভোট আর মুহাম্মদ মিজানুর রহমান মিজান পান ৮৯ হাজার ২৮০ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। ফলে বিজেপির তৎকালীন মহানগর সভাপতি রাশিদা করিমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান মিজান। এবারের নির্বাচনে মনোনয়নপত্রই সংগ্রহ করেননি তিনি। মনোনয়ন প্রক্রিয়া শুরুর পূর্বেই গত ২৫শে অক্টোবর অনুষ্ঠিত বর্ধিত সভায় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ সালাহউদ্দিন জুয়েলকে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করেন নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তারপর থেকেই ঘরোয়া কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন শেখ সালাহউদ্দিন জুয়েল। গত ২৬শে অক্টোবর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনা-২ আসনে নির্বাচনের প্রচারণা শুরু করেন তিনি। যা চলমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status