বিনোদন

বিনয়-বাদল-দীনেশ নিয়ে তিন পরিচালক ছবি করছেন

কলকাতা প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ১২:৩৬ অপরাহ্ন

কলকাতায় বিনয়-বাদল-দীনেশকে নিয়ে ছবি করাকে কেন্দ্র করে তিন পরিচালকের কাজিয়া শুরু হয়েছে। সম্প্রতি অঞ্জন দত্ত বিনয়-বাদল-দীনেশের অলিন্দ যুদ্ধ নিয়ে ছবি বানানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বাঙালির ফাইটিং স্পিরিট তার চলচ্চিত্রে সেভাবে উঠে আসেনি। অথচ বাংলার নবজাগর থেকে স্বাধীনতা আন্দোলনে বাঙালি রীতিমতো যোদ্ধা। সেই ইতিহাসকেই তার নতুন ছবিতে দলিল করতে চলেছেন অঞ্জন। ছবির নাম  ‘অপারেশন রাইটার্স’। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই জানা গেছে, আরো দুই পরিচালক একই বিষয় নিয়ে ছবি করার কথা ভাবছেন অনেক দিন ধরে। দেবের প্রযোজনা সংস্থার দাবি, তারা দু বছর  আগেই এই বিষয়ে ছবি করার কথা বলেছেন। তাদের ছবিটি পরিচালনা করছেন অনিকেত চট্টোপাধ্যায়। আবার মানস মুকুল পালও জানিয়েছেন, তিনিও এই বিষয় নিয়ে ছবি করছেন। তবে তিন জনই একে অন্যকে খোঁচা দিয়ে নানা মন্তব্য করে চলেছেন। মানস তো বলেছেন, কনটেন্টের এত দৈন্যতা যে একই বিষয় নিয়ে একাধিক পরিচালককে ছবি করতে হচ্ছে। অঞ্জন অবশ্য বলেছেন, তিনি আগে জানতেন না আরো কেউ ছবি করছেন এই একই বিষয়ে।  ১৯৩০ সালে আইজি প্রিজন অত্যাচারী সিম্পসনকে হত্যা করতে তিন তরুণ বিপ্লবী বিনয়, বাদল, দীনেশর রাইটার্সে অভিযান চালিয়েছিলেন। সেই ঘটনাকে অলিন্দ যুদ্ধও বলা হয়। সিম্পসনকে হত্যা করতে সফল হয়েছিলেন। কিন্তু বৃটিশ পুলিশের হাতে ধরা দেবেন না বলে বাদল পটাসিয়াম সায়নাইড ক্যাপসুল খেয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিলেন। আর বিনয় ও দীনেশ নিজেদের রিভলভারের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। হাসপাতালে নিয়ে গেলে বিনয় মারা যান। তবে দীনেশের বিচারে ফাঁসি হয়েছিল। অঞ্জন নির্দিষ্ট করে জানিয়েছেন তার এই ছবির কাজ শুরু হবে জানুয়ারিতে। আর ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ই আগষ্ট স্বাধীনতা দিবসে। অন্য দুই পরিচালক অবশ্য কবে ছবি বানিয়ে মুক্তি দিতে পারবেন সে ব্যাপারে কিছু বলেন নি। অঞ্জনের ছবিতে বিনয়ের চরিত্র করছেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী করছেন বাদল এবং দীনেশ হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status