শেষের পাতা

নির্বাচনে ভারতের সাহায্য চায় বিকল্পধারা

শ্রিংলা বললেন জড়িত হওয়ার সুযোগ নেই

স্টাফ রিপোর্টার

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:১৩ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারতের ‘সাহায্য প্রয়োজন’ মনে করেছেন বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান। সোমবার দুপুরে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তবে শ্রিংলা বলেছেন, বাংলাদেশের নির্বাচনে তাদের জড়িত হওয়ার সুযোগ নেই।
বৈঠক শেষে মান্নান বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। নির্বাচনের আগে তাদের সাহায্য প্রয়োজন, সেখানে আমরা 

কিছুটা আলোচনা করে আসছি। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব বরাবরই আলোচনায় থাকে।
বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর আমন্ত্রণে তার বারিধারায় বাসায় মধ্যাহ্নভোজে অংশ নেন ভারতের হাইকমিশনার শ্রিংলা। যাওয়ার সময় শ্রিংলা উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। প্রথমবারের মতো বিকল্পধারার আমন্ত্রণে এসেছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমরা জড়িত নই কোনোভাবেই। বাংলাদেশের জনগণ ও এখানকার দলগুলোর ব্যাপার এটা। তবে, নির্বাচনের আগে তাদের (বিকল্পধারার) আদর্শ ও চিন্তা কেমন, তা জানতে চেয়েছিলাম।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বলেন, নতুন প্রজন্মের জন্য নতুনত্ব ও ব্যতিক্রমী রাজনীতির কথা আমরা বলেছি। আমরা বলেছি, আমরা অসামপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, বিকল্পধারা রাজনীতিতে একটি নিউ ইলিমেন্ট। আওয়ামী লীগের সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আদর্শিক, গণতান্ত্রিক অবস্থানে থেকে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের মহাজোটে যাওয়ার প্রক্রিয়া চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status