দেশ বিদেশ

পাইরেসিতে বছরে একশ’ কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেছেন, অডিও-ভিডিও পাইরেসির কারণে চলচ্চিত্র শিল্প ও অডিও বাজার আজ ধ্বংসের মুখে। পাশাপাশি পাইরেসির কারণে বছরে একশ কোটি টাকার মত ক্ষতি হচ্ছে। গতকাল রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে অডিও-ভিডিও পাইরেসির কাজে জড়িত ২৭ জনের একটি চক্রকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। চক্রটি প্রতি মিনিটে ৩০টি সিডি কপি করতে পারত। তিনি বলেন, আমরা প্রায়ই পাইরেসির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করি। কিন্তু কিছুদিন ধরে তাদের তৎপরতা বেড়ে গিয়েছিল। তাই আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দিই। কিছুদিন তাদেরকে নজরদারিতে রেখে রোববার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত গুলিস্তান, কদমতলী, পল্টন, জুরাইন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- গিয়াস উদ্দিন (২৭), শাহিন (২৮), আল মামুন (১৮), গিয়াস (২৭), রায়হান উদ্দিন (২৬), টিপন চন্দ্র হাওলাদার (২৬), তারেক হোসেন (২০), সম্রাট হোসেন (২১), মিজানুর রহমান (২২), সোহাগ হোসেন (৩০), নূর উদ্দিন (৪০), রানা (২২), রাকিব হোসেন (২৩), নাঈম উদ্দিন ভূঁইয়া (২৪), শেখ সালাউদ্দিন (২৮), জাফর (৩০), মামুন হোসেন (২২), আব্দুল আল মামুন (২৫), রোকন উদ্দিন (২৮), অপু (২৬), মনির (২০), রায়হান (২৫), আব্দুল কাইয়ুম (২১), নাইমুল ইসলাম (১৯), পিন্টু মিয়া (২৪), শাকিল (৩৩), সাইফুল ইসলাম (২৪), আনোয়ার হোসেন (২৪)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে, ১টি ল্যাপটপ, ৩৫টি মনিটর, ৩৩টি সিপিইউ, ২টি ইউপিএস, ৬টি সিডি রাইট মেশিন, ১৯ হাজার ৭৬৪টি পাইরেসি সিডি বক্স ও পাইরেসির কাজে বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।  

কর্নেল এমরানুল হাসান জানান, একটি পর্নোগ্রাফি ও ভালো ছবির সিডি কিনতে ১২০ থেকে ১৫০ টাকা লাগে। কিন্তু তারা খুব সহজে পাইরেসি করে। যা থেকে তারা প্রতি মিনিটে ৩০টি কপি করতে সক্ষম এবং এটা তারা খুব কম দামেই গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। যার কারণে প্রতি বৎসর আমরা শত শত কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি জানান, পল্টন থানাধীন ১৫৫/৫ ডিআইটি এক্সটেনশন রোড ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে প্রথম গিয়াস উদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করার পর তার দেয়া তথ্যমতে একই দিনে গুলিস্তান কদমতলীসহ বেশ কিছু স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পর্নোগ্রাফি মামলায় তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানান র‌্যাবের এই অধিনায়ক। তবে তাদের এই অপরাধ জামিনযোগ্য উল্লেখ করে তিনি বলেন  আদালতে হাজির করার পর তারা জামিনে মুক্ত হয়ে ফের এই কাজ শুরু করে। তবে র‌্যাব এধরনের অপরাধ বন্ধে সবসময় সতর্ক আছে। কারণ তাদের জন্য শুধু শত কোটি টাকা ক্ষতিই হচ্ছে না। সামাজিক মূল্যবোধ, নীতির অবক্ষয় হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, পাইরেসির কারণে আমরা প্রযোজকরা বেশি ক্ষতির শিকার হচ্ছি। কারণ একটা সিনেমা তৈরি করতে এখন তিন থেকে সাড়ে তিন কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু সিনেমা হলে যাওয়ার ১ সপ্তাহ পরে সেটি পাইরেসি হয়ে যাচ্ছে। ফলে দর্শকরা আর হলমুখী হচ্ছে না। আমরা এখন খুবই ভয়ের মধ্যে আছি। চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে যখন নায়ক হওয়ার জন্য সিনেমা জগতে এলাম তখন এসে দেখি এই শিল্পকে ক্যানসারের মতো গ্রাস করে খাচ্ছে পাইরেসি। কিন্তু র‌্যাবের সহযোগিতায় বিভিন্ন সময় এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের ফলে কিছুটা কমেছে। র‌্যাব যদি এভাবে নিয়মিত কাজ করে যায় তবে এই শিল্পটা টিকে থাকবে। কণ্ঠ শিল্পী হাবিব বলেন, শুধু চলচ্চিত্র নয় পাইরেসির কারণে অডিও বাজারও আজ ধ্বংসের মুখে। একটা গান রিলিজ হওয়ার কিছুদিন পর ইন্টারনেটে ঢুকলে দেখা যায় হাজার হাজারবার এটি ডাউনলোড করা হয়েছে। এসব ডাউনলোডে যদি নিম্নতম একটা চার্জ নেয়া হতো তাহলে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজে সেটি ব্যয় করা যেত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status