খেলা

কোচ ম্যারাডোনার চমক

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৫৩ পূর্বাহ্ন

কোচ হিসেবে মাঠের খেলায় সমালোচকদের জবাব দিয়ে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। তার হাত ধরে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস ডি সিনালোয়া প্রথম বিভাগে ওঠার স্বপ্ন দেখছে। গত সেপ্টেম্বরে এই চ্যালেঞ্জ নিয়েই দোরাদোসের কোচের দায়িত্ব নেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। তখন রেলিগেশন এড়ানোর লড়াই করছিল দোরাদোস। লীগের ১৫ দলের মধ্যে অবস্থান ছিল ১৩তম। সেই দোরাদোসকেই প্রথম বিভাগে ওঠার প্লে-অফের সেমিফাইনালে নিয়ে গেছেন ম্যারাডোনা। চোখ ধাঁধানো সাফল্যে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থেকে প্লে-অফের টিকিট কাটে দোরাদোস। শীর্ষ আট দলকে নিয়ে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়ে গেছে। রোববার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মিনেরোস ডি জাকাতেকাসের মাঠে ১-০ গোলের জয়ে (প্রথম লেগ গোলশূন্য) বাঁধভাঙা উল্লাসে মাতে দোরাদোস। ম্যাচের ৬৫ মিনিটে জয়সূচক গোল উপহার দেন ইকুয়েডর ফরোয়ার্ড ভিনিসিও অ্যাঙ্গেলো। আর ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে নাচেগানে এই সাফল্য উদযাপন করেন ৫৮ বছর বয়সী ম্যারাডোনা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গানগুলোয় রয়েছে ‘ম্যারাডোনা’, আরমান্দো’ শব্দগুলো। গত জুলাইয়ে বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের সভাপতির দায়িত্ব নেন ৮৬’র বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা। পরে দ্রুতই কোচিং পেশায় ফেরেন। এ বছরের এপ্রিল পর্যন্ত এক বছর আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহর কোচ ছিলেন তিনি। ম্যারাডোনা কোচ হওয়ার আগে ৬ ম্যাচের তিনটিতেই হার দেখে দোরাদোস। আর ম্যারাডোনার অধীনে ১০ ম্যাচে মাত্র একবার হারের অভিজ্ঞতা নেয় তারা। জয় ৭ ম্যাচে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচেই অপরাজিত ম্যারাডোনার শিষ্যরা। শিরোপা জিততে পারলেই আগামী মৌসুমে প্রথম বিভাগ প্রতিযোগিতায় দেখা যাবে দোরাদোসকে। আগামী ২১শে নভেম্বর সেমিফাইনালের প্রথম লেগে এফসি জুয়ারেজের মাঠে নামবে দোরাদোস। পরদিন দ্বিতীয় লেগ। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে এবারের আসরের প্লে-অফ রাউন্ডে উত্তীর্ণ হয় জুয়ারেজ। কোয়ার্টার ফাইনালে ইউ.ডি.জি ক্লাবকে হারায় তারা। ফাইনাল ২৮শে নভেম্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status