এক্সক্লুসিভ

করমেলায় রাজস্ব আদায় ২৪৬৯ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৪৯ পূর্বাহ্ন

নবমবারের মতো আয়োজিত রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলায় মোট ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকার রাজস্ব আদায় হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা বলেন।
‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ স্লোগানে শুরু হওয়া এবারের মেলার প্রতিপাদ্য ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’। সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিনে সারা দেশের করদাতাদের ছিল ব্যাপক সাড়া।
মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মেলার শেষ দিনে দেশের মোট ৪৫টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। সপ্তম দিনে সেবা গ্রহণ করেছেন দুই লাখ ৬০ হাজার ৩২৭ জন। রিটার্ন দাখিল করেছেন ৭৫ হাজার ৩৭৭ জন করদাতা এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৭ হাজার ৭৩৩ জন। এদিনে আয়কর সংগ্রহ হয়েছে ৫৬৯ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ৮৯২ টাকা। তিনি জানান, মেলার সাত দিনে সেবা গ্রহণ করেছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন। আর রির্টান দাখিল করেছেন ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন করদাতা এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৩৯ হাজার ৭৪৩ জন। মেলার এই সাত দিনে আয়কর সংগ্রহ হয়েছে ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা।
এনবিআর চেয়ারম্যান জানান, এবার সারা দেশে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৭৭০ জন করদাতা এবং ই-পেমেন্টের মাধ্যমে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৮৫ টাকা আয়কর প্রদান করেছেন। তৃতীয়বারের মতো মেলায় কর শিক্ষণ ফোরামে ব্যাপক সাড়া পড়েছে বলে জানান তিনি।
মেলার শেষ দিন করদাতা থাকা পর্যন্ত মেলায় সেবা দেয়া হয়। আয়কর মেলা শেষ হলেও ২২ থেকে ৩০শে নভেম্বর ২০১৮ পর্যন্ত সব কর অফিসে মেলার পরিবেশে মেলার মতই সব কর সেবা প্রদান করা হবে এবং করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status