বিশ্বজমিন

অর্থনৈতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারাবে ইরান: রুহানি

মানবজমিন ডেস্ক

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:২৫ পূর্বাহ্ন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র যত ভয়ংকর নিষেধাজ্ঞাই আরোপ করুক না কেন ইরানের তেল রপ্তানি বন্ধ হবে না। গতকাল খোয় শহরে দেয়া এক বক্তৃতায় এ ঘোষণা দেন তিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরান তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের তৃতীয় সর্বোচ্চ তেল উৎপাদক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ব্যাপক মাত্রায় অস্ত্র উৎপাদন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সক্ষমতা অর্জন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ইরানকে থামাতে তাই দেশটির উপরে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে হুমকির মুখে পড়েছে ইরানের তেল রপ্তানি। এ বিষয়ে রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের চাপে আমরা হার মানবো না। তারা ইতিমধ্যে আমাদের তেল রপ্তানি বন্ধ করতে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও ইরান তেল রপ্তানি অব্যাহত রাখবে।

এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের চাল ব্যর্থ হয়েছে। কিন্তু এ জন্য তারা দায়ী করছে ইরানকে। এ সময় রুহানি উচ্চৈঃস্বরে বলেন, ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status