বাংলারজমিন

কুমিল্লার দুটি আসনে মনোনয়ন নিলেন মনিরুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৯ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সমন্বয়ক সাবেক এমপি আলহাজ মনিরুল হক চৌধুরী। তৃণমূল পর্যায়ে আলোচিত ও জনসমাদৃত কারাবন্দি এ নেতার প্রার্থিতা নিয়ে উভয় আসন এলাকায় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার ঝড় বইছে এবং মনোনয়নপত্র সংগ্রহকারী ও তাদের অনুসারী নেতাকর্মীদের মাঝেও টেনশন বিরাজ করছে এমন মন্তব্য করেন আওয়ামী লীগ ও বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতাকর্মী। দলীয় সূত্রগুলো জানায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গত মঙ্গলবার বিএনপির কারাবন্দি নেতা সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর পক্ষে তার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস দলের নেতাকর্মীদের নিয়ে কুমিল্লা-৬ (সদর) ও ১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর থেকে জেলার গুরুত্বপূর্ণ এ দুইটি আসন এলাকায় বেশ সাড়া পড়ে। কুমিল্লা-১০ আসন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, মনিরুল হক চৌধুরীর হাত ধরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, পৌরসভা ও থানা স্থাপিত হয়েছে। এ ছাড়া কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রের উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে। ওই এলাকাটি জেলার দৃশ্যমান উন্নয়নসমৃদ্ধ এলাকায় পরিণত হয়েছে। তিনি এ এলাকার একজন জননন্দিত তৃণমূলের নেতা। তাই এলাকার জনগণ বিএনপি তথা ঐক্যফ্রন্টের মনোনয়নে তাকে এ আসনের এমপি দেখতে চায়। অপরদিকে কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সিটি করপোরেশন) আসন এলাকার নেতাকর্মীরা তাকে এ আসনের এমপি হিসেবে দেখতে চান। তারা বলেন, বিলুপ্ত কুমিল্লা-৯ আসনকে বিগত সময়ে রাজনৈতিক কারণে ত্রি-খণ্ডিত করে মনিরুল হক চৌধুরীকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা-৬ সংসদীয় এলাকার বাসিন্দা। তার হাত ধরে সদর দক্ষিণ পৌরসভা গঠিত না হলে কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা সমন্বয়ে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হতো না। জাতীয় ও জেলার রাজনীতিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে এ আসনে তিনি এমপি হলে সদর ও সিটি করপোরেশন এলাকা দেশের মধ্যে একটি মডেল এলাকায় উন্নীত হবে। মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও উভয় আসনের দলের বেশ কয়েকজন নেতা বলেন, মনিরুল হক চৌধুরী তার জনপ্রিয়তার কারণে শাসক দলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এজাহারে নাম না থাকলেও তাকে (মনিরুল হক চৌধুরী) জেলার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় আট যাত্রী নিহতের মামলা এবং সদর দক্ষিণ মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি ও বিশেষ ক্ষমতা আইনের একটিসহ মোট ৩টি মামলায় আসামিভুক্ত করে নির্বাচন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। এসব মামলাকে তারা রাজনৈতিকভাবে হয়রানিমূলক উল্লেখ করে সহসা তার মুক্তির দাবি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status