বাংলারজমিন

মানিকগঞ্জে মনোনয়ন যুদ্ধে বিএনপির চার উপজেলা চেয়ারম্যান

রিপন আনসারী, মানিকগঞ্জ থেকে

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বিএনপি সমর্থিত চারটি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবার জেলার তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের আশায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। মনোনয়নপ্রত্যাশী চার জনের কাঁধেই রয়েছে একাধিক নাশকতার মামলা। এদের মধ্যে জেলে আছেন একজন চেয়ারম্যান।
ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা। তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হলে তিনি এখন জেল হাজতে রয়েছেন। তবে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তোজাম্মেল হক তোজা ২০০৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিপক্ষে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ২০ হাজারের বেশি ভোট পেয়েছেন। সে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে খোন্দকার দেলোয়ার হোসেন পরাজিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও তোজাম্মেল হক তোজা দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে বিভিন্ন সূত্রমতে জানা গেছে।
মানিকগঞ্জ-২ আসনটি সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার একাংশ ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে দুইজন বিএনপি সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন- হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিল্পপতি সাইফুল হুদা চৌধুরী শাতিল এবং সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবিদুর রহমান রোমান। দুজনেই একাধিক নাশকতা মামলার আসামি। সাইফুল হুদা চৌধুরী শাতিল জানান, তার বিরুদ্ধে তিনটিরও বেশি মামলা থাকায় কয়েক মাস ধরে এলাকাছাড়া। তবে দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-৩ আসনে সদর উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত চেয়ারম্যান আতাউর রহমান আতাও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status