বাংলারজমিন

কিশোরগঞ্জ-২

মহাজোটের মনোনয়ন চায় জাকের পার্টি

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৯ পূর্বাহ্ন

এবারের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন চাইছেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য শিল্পপতি এম এ জব্বার। দলটির সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের কাছে জাকের পার্টির পক্ষ থেকে ২০টি আসনের তালিকা জমা দেয়া হয়েছে। এর মধ্যে কমপক্ষে ৫টি আসন পাবেন বলে তারা আশাবাদী। এই ৫টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-২ আসনটি পেতে তারা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ আসনে এমএ জব্বারের মনোনয়ন নিশ্চিত করতে জাকের পার্টির শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ-আলোচনা করছেন বলে জানা গেছে।
জাকের পার্টির স্থানীয় নেতাকর্মীরা জানান, পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের সন্তান শিল্পপতি এমএ জব্বার নিজ উপজেলা পাকুন্দিয়ায় ব্যাপক সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ-২ আসনের অপর উপজেলা কটিয়াদীতেও সাম্প্রতিক সময়ে নানা সামাজিক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। এখন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ, প্রচারণা ও পথসভার মাধ্যমে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি নিজের প্রার্থিতার জানান দিচ্ছেন। নেতাকর্মীরা আরো জানান, এম এ জব্বার এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। এলাকায় তিনি জনহিতকর বিভিন্ন কাজে সবসময়ে নিবেদিত রয়েছেন। এলাকার মানুষের আপদে-বিপদে তাদের পাশে দাঁড়াচ্ছেন। সে হিসেবে এবং ব্যাক্তি ইমেজের কারণে এলাকায় এম এ জব্বারের ব্যাপক পরিচিতি রয়েছে।
এবারের নির্বাচনে জাকের পার্টির পক্ষে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতিমধ্যে পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন তিনি। নির্বাচন সামনে রেখে এলাকায় তিনি ব্যাপক শোডাউনও করেছেন। এমএ জব্বারের লোকজনের দাবি, এ আসনে তিনি মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন পাবেন এবং মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন। মহাজোটের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে এম এ জব্বার বলেন, এই আসন থেকে মহাজোটের মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে পাকুন্দিয়া ও কটিয়াদীর মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status