বিনোদন

বলিউডেও তাদের গান

গ্রন্থনা : বিনোদন বিভাগ

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৩৮ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন অঙ্গন থেকে অনেকেই পৃথিবীর নানা দেশে নিজের প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন। আর সেক্ষেত্রে সাফল্য সুবাদে বয়ে এনেছেন ব্যাপক সম্মানও। তেমনই দুটি নাম জেমস এবং তাপস। বাংলা ব্যান্ড সংগীতে কাজ করার কারণে পশ্চিমবঙ্গেও খুব জনপ্রিয় ছিলেন জেমস। সেই সূত্রে ২০০৪ সালে বাঙালি সংগীত পরিচালক প্রিতমের সঙ্গে মিলিত হন তিনি। ২০০৫ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ নামক একটি চলচ্চিত্রে তিনি প্লে-ব্যাক করেন। এ চলচ্চিত্রে তার গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপচার্টের শীর্ষে ছিল। ২০০৬ সালে তিনি ‘ও লামহে’ নামক চলচ্চিত্রে ‘চল চলে’ গানে কণ্ঠ দেন। ২০০৭ সালে তিনি ‘লাইফ ইন এ মেট্রো’ চলচ্চিত্রে আবারো প্ল্লেব্যাক করেন। এ চলচ্চিত্রে তার গাওয়া গান দুটি হলো ‘রিশতে’ এবং ‘আলবিদা’। সর্বশেষ হিন্দি চলচ্চিত্রে তিনি প্ল্লেব্যাক করেছেন ‘ওয়ার্নিং’ নামক চলচ্চিত্রে। এ চলচ্চিত্রে তার গাওয়া ‘বেবাসি’ গানটি মুক্তি পায় ২০১৩ সালের সেপ্টেম্বরে। বলিউডি ছবির গান শুনেছেন অথচ মিট-ব্রসের নাম শোনেননি, এমন মানুষ নেই বললেই চলে। বলিউডের এই সুরকার ও সংগীত পরিচালক জুটির গানে কণ্ঠ দিয়ে ভারতের অনেক গায়ক-গায়িকা পেয়েছেন তারকা খ্যাতি। বলিউডের এই আলোচিত জুটির সঙ্গে এ বছর কাজ করেছেন বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গত ৯ই জুন রাতে ভারতের মুম্বইয়ের মিট-ব্রসের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status