বাংলারজমিন

হবিগঞ্জ-৪

ধানের শীষে লড়তে চান অ্যাড. লিপি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:২৬ পূর্বাহ্ন

একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান ঢাকা মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট লিপি আক্তার। ইতিমধ্যে তিনি ধানের শীষের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। লিপি আক্তারের জন্ম মাধবপুরের আন্দিউড়া গ্রামের রাজনৈতিক পরিবারে। পিতা বীরমুক্তিযোদ্ধা নূর মিয়া ছিলেন সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান। ১৯৮৭ সালে রাজধানীর বদরুনেসা কলেজে পড়াকালে ছাত্রদলের রাজনীতিতে জড়ান। এরপর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে আইন পেশায় জড়িয়ে ধারাবাহিকভাবে ঢাকা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক, আইনজীবী ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক, মাধবপুর উপজেলা বিএনপির সদস্য ও হবিগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হন। দীর্ঘ ২০ বছরের আইন পেশায় থাকার সুবাদে রাজনৈতিক মামলা-হামলার শিকার দলের নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আসছেন। প্রার্থী হওয়ার বিষয়ে লিপি আক্তার বলেন, বিগত আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা মাধবপুর-চুনারুঘাটে তেমন উন্নয়ন করেনি। তাই এলাকার রাস্তাঘাট-ব্রিজ নির্মাণের পাশাপাশি সাধারণ গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দলীয় হাইকমান্ড আমাকে মনোনয়ন দিলে বিএনপি চেয়ারপারসনকে এই আসনটি উপহার দিতে পারবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status