বাংলারজমিন

রাজশাহীতে সংবাদ সম্মেলনে আবু হেনাকে অবাঞ্ছিত ঘোষণা

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:২৩ পূর্বাহ্ন

রাজশাহীর বাগমারায় বিএনপির সাবেক এমপি আবু হেনাকে অবাঞ্ছিত ঘোষণা করে দলীয় মনোনয়ন না দিতে বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগমারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম আরিফুল ইসলাম আরিফ বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা আসনে, সাবেক এমপি আবু হেনার আগমনের ফলে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পরাজয়ের আতঙ্ক দেখা দিয়েছে। সুবিধাবাদি ও বিএনপি বিদ্রোহী আবু হেনাকে পুনরায় বাগমারায় এমপি পদে নমিনেশন দেয়া হলে তৃণমূলের জনগণ কখনোই তাকে মেনে নেবে না। এই সেই আবু হেনা যিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, অতিরিক্ত সচিব এবং পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করা অবস্থায় দুর্নীতির দায়ে দায়িত্বচ্যুত হন। পরে আওয়ামী লীগের ব্যানারে বাগমারা মোহনপুরে নির্বাচন করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাহেরপুর হাইস্কুল মাঠে ১৯৯৫ সালের জনসভায় বক্তব্য রাখেন। সে সময় মনোনয়ন যুদ্ধে ব্যর্থ হয়ে তৎকালীন বিএনপির কিছু নেতাকে ম্যানেজ করে ১৯৯৬ সালের নির্বাচনে ধানের শীষের মনোনয়ন আদায় করে নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনেও একই কায়দায় মনোনয়ন নিয়ে বিএনপির এমপি নির্বাচিত হন। যদিও জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার ফলে তিনি নির্বাচিত হন। পরপর দুবার নির্বাচিত হলেও জনগণের কোনো রকম সেবা কার্যক্রম চালাতে ব্যর্থ হন। ২য় বারের মতো এমপি হওয়ার পর মন্ত্রিত্ব নেয়ার যুদ্ধে ব্যর্থ হয়ে ধীরে ধীরে বিএনপির বিরোধিতা শুরু করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, মহবত হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ও আব্দুল আলিম, সহসাধারণ সম্পাদক এমএস আলম ও বায়েজীদ ফোজদার, তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ মণ্ডল, ১৫ নম্বর যোগীপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুল ইসলাম টুটুল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, হামিরকুৎসা ইউপি ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status