তথ্য প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ স্টিকার অ্যাপ সরিয়ে ফেলবে অ্যাপল!

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৫:৫৮ পূর্বাহ্ন

অ্যাপ স্টোর থেকে সকল হোয়াটসঅ্যাপ স্টিকার অ্যাপ সরিয়ে ফেলতে পারে অ্যাপল। নিজ প্রতিষ্ঠানের ডেভেলপারদের জন্য এ ধরণের অ্যাপ থাকা নীতিমালা লঙ্ঘনের সমান। তাই এই ধরণের বড় পদক্ষেপ নিতে পারে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান।
ডব্লিউএবেটাইনফোর এক টুইটে জানা যায়, অ্যাপলের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রধান কারণ হতে পারে “এখানে একই ধরনের এবং একই নকশার অনেক বেশি অ্যাপ রয়েছে।”

আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের অ্যাপ স্টোর একই ধরনের বিভিন্ন স্টিকার অ্যাপ দিয়ে ভরে গিয়েছে ইতিমধ্যে।
অ্যাপলের দাবি, অ্যাপগুলোর অন্য কোন অ্যাপের কাজের উপর নির্ভর করা উচিৎ নয়। তবে স্টিকার অ্যাপগুলোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকতে হয়।

অন্যদিকে, এমন পদক্ষেপ নিয়ে অ্যাপল বা হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি বলে আইএনএসের প্রতিবেদনে জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status