দেশ বিদেশ

তেরেসা মে’কে সরাতে গোপন বৈঠক!

মানবজমিন ডেস্ক

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:৫৬ পূর্বাহ্ন

বৃটেনের প্রধানমন্ত্রী পদ থেকে তেরেসা মে’কে সরিয়ে দেয়া নিয়ে গোপন বৈঠক করেছেন কনজারভেটিভ পার্টির সাবেক দুই মন্ত্রী বরিস জনসন ও ড্যাভিড ড্যাভিস। বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বৃটেনের সানডে এক্সপ্রেস। বরিস জনসন ২০১৬ সালের ১৩ই জুলাই থেকে এ বছরের ৮ই জুলাই পর্যন্ত বৃটেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সমপর্কে সংকট দেখা দিলে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। অপরদিকে ড্যাভিড ড্যাভিস ছিলেন ব্রেক্সিটমন্ত্রী। ব্রেক্সিট নিয়ে তেরেসা মে’র সঙ্গে মতের মিল না হওয়ায় তিনিও এ পদ থেকে পদত্যাগ করেছিলেন। সমপ্রতি তার স্থানে নিয়োগ হওয়া ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাবও এ ইস্যুতেই পদত্যাগ করেছেন।
সূত্র জানিয়েছে, বরিস জনসন ও ড্যাভিড ড্যাভিস নিজেদের মধ্যে একটি অনাক্রমণ চুক্তি করেছেন। তারা একমত হয়েছেন যে, যদি তাদের মধ্যে কেউ নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে তবে তারা একে অপরকে সমর্থন প্রদান করবেন। জনসনের সমর্থকরা এক্ষেত্রে সম্ভাব্য ভবিষ্যৎ চ্যান্সেলর হিসেবে রিস-মগের কথাও বলেছেন। এক্ষেত্রে স্টিভ ব্যাকেরকে মন্ত্রিত্ব দেয়া হতে পারে। এদিকে ড্যাভিড ড্যাভিসের মিত্ররা বিশ্বাস করে, তিনি নিজেও তেরেসা মে’কে সরিয়ে দিতে পারেন। এক্ষেত্রে তার সমপ্রতি পদত্যাগ করা সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক র‌্যাবের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status