দেশ বিদেশ

কূটনীতিকরা দেখলেন “হাসিনা এ ডটার’স টেল”

কূটনৈতিক রিপোর্টার

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:৫৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর আত্মত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও জীবনচিত্র “হাসিনা এ ডটার’স টেল” ডকুমেন্টারি মুভি দেখানো হলো ভিনদেশি কূটনীতিকদের। কূটনীতিকদের জন্য গতকাল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে বিশেষ ওই প্রদর্শনী হয়। সেখানে আমন্ত্রিতদের মধ্যে ভারত, চীন, বৃটেন, নেদারল্যান্ডস, উত্তর ও দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, তুরস্ক, ভিয়েতনাম, ব্রুনাইসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। বিকাল ৩টা থেকে শুরু হওয়া ওই আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক থেকে শুরু করে সচিব অবধি কর্মকর্তারাও যোগ দেন। কূটনীতিকদের সঙ্গে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এবং জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হক। বিকালের আয়োজনে অংশ নিতে দুপুরের পর কর্মকর্তারা বারিধারা-নর্দ্দার উদ্দেশ্যে সেগুনবাগিচা ছেড়ে যান। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাশূন্য হয়ে পড়ে। সিনেমা হলে দাওয়াত না পাওয়া সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিবরা মন্ত্রণালয়ে থাকলেও তাদের অনেকেই ছিলেন আড্ডা-গল্পে। উল্লেখ্য, ওই আয়োজনে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রযোজনায় পিপলু খান পরিচালিত এই মুভিটি শুক্রবার মুক্তি পেয়েছে। ছবিটি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লকবাস্টার সিনেমাস ও মতিঝিলের মধুমিতা হল ছাড়াও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status