বাংলারজমিন

ময়মনসিংহ-১: মনোনয়ন যুদ্ধে ২৩ প্রার্থী

ওমর ফারুক সুমন, হালুয়াঘাট (ময়মনসিংহ) থেকে

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:২৫ পূর্বাহ্ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী ২৩ জন। এর মধ্যে আওয়ামী লীগের ১৪ জন, বিএনপির সাতজন ও জাতীয় পার্টির দুজন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান এমপি জুয়েল আরেং, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবিরুল ইসলাম বেগ, অধ্যাপক কবিরুল ইসলাম, জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম রানা, ডা. সি এন সরকার চন্দন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, অধ্যক্ষ হেলাল উদ্দিন, ডা. আসাদুজ্জামান আকন্দ সাগর, অধ্যক্ষ মনোয়ার হোসেন মিনার ও টিপু সুলতান। বিএনপির প্রার্থীরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক এমপি অ্যাডভোকেট আফজাল এইচ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর, খালেদা জিয়া মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল, ব্যারিস্টার তমিজ উদ্দিন, মফিজ উদ্দিন ও হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন জাহিদুল ইসলাম পাপ্পু ও অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।
কে হচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনীত প্রার্থী এই আলোচনা এখন ভোটারদের মনে। এক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকার মাঝি হচ্ছেন বর্তমান এমপি জুয়েল আরেং এমনটাই মনে করে আসছেন আওয়ামী সমর্থকদের একাংশ। এছাড়া অপর আরেক মনোনয়ন প্রত্যাশী বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, তিনিও হাল ছাড়েননি। ফারুক আহমেদ খান মনোনয়ন পাবেন এমনটাও মনে করছেন তার সমর্থকরা।
তবে কঠিন সমীকরণ হচ্ছে বিএনপির মনোনয়ন নিয়ে। এই আসনে দীর্ঘদিন ধরে মাঠে আছে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সবার ওপরে তার নাম থাকলেও সব হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে সালমান ওমর রুবেলের কাছে। কঠিন সমীকরণ চলছে দুজনের মাঝে। তৃণমূল গরিব অসহায় মানুষের মাঝে চক্ষু চিকিৎসা ও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করায় সালমান ওমর রুবেল ধানের শীষ প্রতীক পাবেন- এমনটাই মনে করছেন সমর্থকরা। অপরদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আলী আজগর তিনিও মনোনয়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব হিসাব-নিকাশের অবসান হবে অল্প কিছুদিনের মাঝেই, এ অপেক্ষায় রয়েছেন ভোটাররা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status