বাংলারজমিন

দুবলার চরে রাসমেলার প্রস্তুতি সম্পন্ন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:২৩ পূর্বাহ্ন

প্রতিবছরের ন্যায় এবারো সুন্দরবনের দুবলার চরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা উপলক্ষে রাসমেলা শুরু হবে আগামী বুধবার। তিন দিনব্যাপী রাসমেলা পুণ্যস্নানের মধ্য দিয়ে ২৩শে নভেম্বর শুক্রবার শেষ হবে। দুবলা জেলে পল্লী সমিতির আয়োজনে রাসমেলা সম্পন্ন করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দর্শনার্থী ও পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য বন বিভাগের পক্ষ থেকে ৮টি নৌ-রুট নির্ধারণ করা হয়েছে। বন বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। তাছাড়া সুন্দরবনে চোরা হরিণ শিকারীদের অপতৎরতা রোধে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন দিনব্যাপী রাসমেলায় নির্দিষ্ট হারে রাজস্ব দিয়ে লক্ষাধিক পুণ্যার্থী ও দর্শনার্থী রাসমেলায় অংশগ্রহণ করবেন। এ সময়ে পরিবেশ দূষণ করে এমন- মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানো, বিস্ফোরক দ্রব্য ও যেকোনো ধরনের অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না দর্শনার্থী পুণ্যার্থীরা। এ তথ্য জানান খুলনা বিভাগীয় বন সংরক্ষক ডিএফও বশির আল-মামুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status