বাংলারজমিন

বিএনপিতে হাজী মুজিব, আবদুস শহীদের প্রতিদ্বন্দ্বী ৫ জন

এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল থেকে

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে বেশ কয়েকজন নতুন মুখ মনোনয়ন ফরম কিনেছেন। তবে, বিএনপিতে রয়েছেন শুধু জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও লন্ডন প্রবাসী জালাল উদ্দিন আহমেদ জিপু। আওয়ামী লীগের ছয় প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন- এই আসনের টানা পাঁচবারের বর্তমান সংসদ সদস্য ও বর্তমানে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক ও জেলা পাবলিক প্রসিউকিউটর অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান। নৌকা মার্কার তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কেনা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী ভোটের রাজনীতির মাঠে একেবারেই অচেনা। দলের অন্য মনোনয়ন প্রত্যাশীরাও উভয় উপজেলায় তৃণমূলে একেবারেই নতুন। তাছাড়া, গত ১৪ই নভেম্বর সকালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি উপজেলা চেয়ারম্যান, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যানদের সংসদ নির্বাচনে মনোনয়ন দেবেন না বলে ঘোষণা দেয়ার পর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমানের সমর্থকদের মধ্যে তাদের প্রার্থিতা পাওয়া না পাওয়া নিয়ে চরম হতাশা বিরাজ করছে। টেনশন থাকলেও শেষ পর্যন্ত তাদের সমর্থকরাও প্রার্থিতার আশা ছাড়ছেন না। সে কারণে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হককে নিয়ে দলীয় মনোনয়ন তিনি পাচ্ছেন বলে তার বলয়ের নেতাকর্মী ও সমর্থকরা রাজনীতির মাঠ সরগরম রেখেছেন। অন্যদিকে, মাঠে ছিলেন না অথচ এ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন একাধিক ব্যক্তি ভোটের রাজনীতির মাঠেই কখনো সরব বা সক্রিয় ছিলেন না। তাদের নিয়েও সাধারণ ভোটারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে। তাছাড়া দুই উপজেলার চাবাগানের শ্রমিক ভোটার ও গ্রাম-গঞ্জের সাধারণ মানুষজনদের কাছেও তারা এতটা সুপরিচিতি নন। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরম কিনেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও লন্ডন প্রবাসী জালাল উদ্দিন আহমেদ জিপু। দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, দুজনের মধ্যে জালাল উদ্দিন আহমেদ জিপু সাধারণ নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের কাছে অপরিচিত। তিনি লন্ডনে বসবাস করেন। বিগত একবছর যাবৎ দুই-তিনবার দেশে এসেছেন। জেলে যাওয়ার আগে বেগম জিয়ার সিলেটে আগমনের প্রাক্কালে শ্রীমঙ্গলে পুলিশ এসল্ট মামলার আসামি হয়ে কয়েক সপ্তাহ জেল হাজতে ছিলেন তিনি। লন্ডনে বসে জিপু তার অনুসারীর মাধ্যমে দলীয় ফরম কিনেছেন। সাতগাঁও ইউনিয়ন পরিষদে কথা হয় রাজমিস্ত্রি উমর আলীর সঙ্গে। তিনি শ্রীমঙ্গল উপজেলার লাহারপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। তিনি বলেন, এই আসনে আওয়ামী লীগের এমপি শহীদ সাব আর বিএনপিতে হাজী মুজিব দলের টিকিট পাবেন। এটিই তৃণমূলের কর্মী সমর্থকদের ভাবনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status