বাংলারজমিন

চট্টগ্রাম কারাগারের দুই বণিককে দুই প্রান্তে বদলি

চট্টগ্রাম প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:২২ পূর্বাহ্ন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বণিককে দেশের দু’প্রান্তে বদলি করা হয়েছে। এর মধ্যে ডিআইজি প্রিজন পার্থ কুমার বণিককে সিলেটে এবং সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে যশোর কারাগারে বদলি করা হয়েছে। গতকাল সকালে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সহকারী কারা মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন ও সিনিয়র জেল সুপারকে বদলির আদেশ করা হয়। তবে আদেশের কপি এখনো হাতে এসে পৌঁছায়নি। তিনি আরো জানান, চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাসকে টাকা-মাদকসহ গ্রেপ্তারের পর নানা অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়।
আদেশে ডিআইজি প্রিজনকে সিলেটে ও সিনিয়র জেল সুপারকে যশোরে বদলি করা হয়েছে। সিলেট বিভাগের ডিআইজি একেএম ফজলুল হককে চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি এবং যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. কামাল হোসেনকে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার পদে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৬শে অক্টোবর ৪৪ লাখ ৩৩ হাজার টাকা ও চার কোটি টাকার চেক-এফডিআর-পে-অর্ডার ডকুমেন্টস এবং ফেনসিডিলসহ চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের সুপার সোহেল রানা বিশ্বাস বাংলাদেশ রেলওয়ে ভৈরব থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন।
গ্রেপ্তারের পর সোহেল রানা পুলিশকে জানান, এসব টাকার মধ্যে ৫ লাখ টাকা তার এবং বাকি ৩৯ লাখ টাকা কারা বিভাগের চট্টগ্রাম বিভাগের ডিআইজি পার্থ কুমার বণিক ও চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের। আর এর মধ্যদিয়ে জানাজানি হয়ে যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই শীর্ষ কর্মকর্তা পার্থ কুমার বণিক ও প্রশান্ত কুমার বণিকের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির খবর। কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে কারাগারে অনিয়মের মধ্যদিয়ে টাকা আদায় এবং এর ভাগ শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাকে দেয়ার তথ্য জানান তিনি। পরে ওই একই আদালতে দু’দফা ২ দিন ও ৫ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। সেই থেকে জেলেই আছেন কারাগারের তত্ত্বাবধায়ক সোহেল রানা বিশ্বাস।
ডিআইজি প্রিজন পার্থ কুমার বণিক ২০১৬ সালের ৮ই আগস্ট চট্টগ্রামের ডিআইজি হিসেবে যোগ দেন। আর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক চলতি বছরের জুলাইয়ে যোগ দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status