বাংলারজমিন

১১ মামলায় জামিন পেলেন দীপু ভূঁইয়া

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:২১ পূর্বাহ্ন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ১১ মামলায় এবং একটি মামলায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালিন জামিন লাভ করেছেন। রোববার দুপুরে দীপু ভূঁইয়ার পক্ষে অ্যাডভোকেট গাজী কামরুল সজলের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েত রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এনেক্স কোর্ট-১৭ এর আদালত এ জামিন প্রদান করেন।
জানা যায়, রাজধানীর রমনা থানায় গত কয়েক মাসে পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে বিস্ফোরক আইনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নামে ১০টি মামলা ও রূপগঞ্জ থানায় একই অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে দীপু ভূঁইয়াসহ রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। রোববার দুপুরে দীপু ভূঁইয়ার পক্ষে অ্যাডভোকেট গাজী কামরুল সজল হাইকোর্টের বিচারপতি এম ইনায়েত রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এনেক্স কোর্ট-১৭ এর আদালতে জামিন আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে বিচারপতিদ্বয় দীপু ভূঁইয়াসহ ১২ বিএনপির নেতাকর্মীকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status