খেলা

সাকিব ফেরায় রোডসের বড় স্বস্তি

স্পোর্টস রিপোর্টার

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:১৩ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে বিসিবির একাদশের প্রস্তুতি ম্যাচ। সেখানে খেলছেন জাতীয় দলের মাত্র দুজন ক্রিকেটার। তবুও প্রধান কোচ স্টিভ রোডসের কাছে এই ম্যাচও দারুণ গুরুত্বপূর্ণ। মাঠে বসেই তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়েছেন দলের পারফরম্যান্স। অবশ্যই তাই তার চোখ ছিল দলে ফেরা সৌম্য সরকার ও নাইম হাসানের দিকে। সেসঙ্গে তার চোখ খুঁজে বেড়িয়েছে এমন কাউকে, যাকে খেলিয়ে দল চমক দেখাতে পারে। তবে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তার এমন কোনো সুযোগ হয়নি। টসে হেরে রুবেল হোসেনের দলকে বল হাতে তুলে নিতে হয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে ক্যারিবীয় ব্যাটসম্যানরা দিন শেষে তুলে নিয়েছেন ৩০৩ রান ৬ উইকেট হারিয়ে। আজ হয় ব্যাট করার সুযোগ মিলবে টাইগারদের। দিন শেষে কোচ জানিয়েছেন প্রতিপক্ষ নিয়ে তিনি খুব বেশি উদ্বিগ্ন নন। তবে নিজেদের কাজটি যেন সঠিকভাবে করা যায়, তা নিয়ে বেশি চিন্তায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২শে নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আর তার ফেরাই এখন কোচের বড় স্বস্তির কারণ। তিনি বলেন, ‘এটি অনেক বড় বিষয় আমাদের জন্য যে সাকিবকে ফিরে পেয়েছি।’
সাকিবকে দলে কেন এতটা প্রয়োজন- তাও দারুণভাবে জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘সাকিব কৌশলে অত্যন্ত দক্ষ। হ্যাঁ, এটিও সত্যি যে মিরপুর টেস্টে রিয়াদ অনেক ভালো করেছে। তবে সাকিবের যে কৌতূহল, চতুরতা, কৌশল তা বাংলাদেশ দলের জন্য সত্যি গুরুত্বপূর্ণ। তার আঙুলে অবস্থা আগের ভালো। আজ সে ৪৫ মিনিট নেটে ব্যাট করেছে যা অনেক ভালো লক্ষণ।’ অন্যদিকে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন ক্রিকেটার অবশ্য কোচের চিন্তার কারণ। তিনি তাদের নিয়ে দলকে দিয়েছেন সতর্ক বার্তাও। স্টিভ রোডস বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন দারুণ পেসার আছে। বিশেষ করে শ্যানন গ্যাব্রিয়েল, সে যেদিন নিজের সেরা ফর্মে থাকবে তা যেকোনো দলের জন্যই ভয়ঙ্কর প্রতিপক্ষ। এছাড়াও সাই হোপ আজ বিসিবি একাদশের বিপক্ষে দারুণ খেলেছেন। হেটমেয়ার আছেন, ভারতে তিনি দারুণ ফর্মে ছিলেন। সেও আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।’ তবে আমি প্রতিপক্ষ নিয়ে ভয়ে নেই। আমরা চিন্তা নিজেদের কাজটি যেন সঠিকভাবে করতে পারি।’ অন্যদিকে সাকিবের ফেরায় দারুণ খুশি সৌম্য সরকারও। তিনি বলেন, ‘সাকিব ভাই অনেক বড় অংশ দলের জন্য। উনি থাকলে দলের তিনটা দিকই থাকে। দল শেষ ম্যাচে ভালো খেলছে, এরমধ্যে সাকিব ভাই যদি ইন করে তাহলে তো ভালো মোমেন্টাম থাকবে।’ গতকাল সৌম্যের ব্যাট করার সুযোগ হয়নি। আজ প্রস্তুতি ম্যাচের শেষ দিনে সুযোগ পেলে উইকেটে টিকে থাকার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন বলেও জানালেন। সব শেষ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামেই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে টেস্ট দলে ফেরানো হয়েছে। দলে নিজের আসা যাওয়া নিয়ে সৌম্য বলেন, ‘আত্মবিশ্বাস বলতে, ব্যক্তিগতভাবে আলাদা কোনো পরিকল্পনা করি নাই। যদি ওইটা করি (চিন্তা) তাহলে নিজের ওপর নিজের চাপ বেশি আসবে। সুযোগ পেলে উইকেটে সময় থাকার চেষ্টা। প্রথম থেকে ভালোভাবে সারভাইব করতে হবে ইনিংস বড় করার জন্য।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status