এক্সক্লুসিভ

চট্টগ্রামে ১৩ আসনে লড়তে চান ২৫ নারী

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৮:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে ১৩ আসনে সরাসরি লড়তে চান ২৫ নারী নেত্রী। এদের মধ্যে আওয়ামী লীগের হয়ে লড়তে চান ১৮ জন। আর বিএনপির হয়ে লড়তে চান ৭ জন। এদের প্রত্যেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন।
এরমধ্যে সবচেয়ে বেশি নারী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি, সৈয়দা রাজিয়া মোস্তফা এবং সৈয়দ রিফাত আকতার।
আর বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন বেগম নুরী আরা ছাফা ও জেসমিনা খানম। বেগম নুরী আরা ছাফা মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সমপাদক। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের পহেলা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য হন তিনি।
জেসমিনা খানম চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সংরক্ষিত নারী কাউন্সিলর। তিনি মহিলা নগর বিএনপির ১ নং সহ-সভাপতি। গত চসিক নির্বাচনে ১১নং দক্ষিণ কাট্টলী, ২৫নং রামপুর ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ফটিকছড়ির ১০নং সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর তার গ্রামের বাড়ি।
বেগম নুরী আরা ছাফা ও জেসমিনা খানম এ প্রসঙ্গে বলেন, দল মনোনয়ন দিলে নির্বাচন করবো। কোনো কারণে মনোনয়ন না পেলে দল যাকে প্রার্থী করবে তার পক্ষে কাজ করবো।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সরাসরি লড়তে চান ব্যারিস্টার শাকিলা ফারজানা। ইতিমধ্যে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম এর কন্যা। তার বাবা সৈয়দ ওয়াহিদুল আলম সংসদ সদস্য হওয়ার আগে হাটহাজারী থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি, একই বছর ১২ই জুন এবং ২০০১ সালে সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার জীবদ্দশায় পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতির মাঠে নামেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা। গত ২৭শে মে সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুর পর রাজনীতির মাঠে তিনি সক্রিয় হয়ে ওঠেন। হাটহাজারীতে দলের বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন।
ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, আমার বাবা সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এ আসনে টানা পাঁচবার সংসদ সদস্য ছিলেন। আমি তার উত্তরসূরি হিসেবে এ আসনে নির্বাচন করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচন করবো। যদি মনোনয়ন না পাই দল যাকে প্রার্থী কববে তার পক্ষে কাজ করবো।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক বাসন্তি প্রভা পালিত। তিনি বলেন, এ পর্যন্ত পাঁচ বার মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নেত্রী যখন যাকে মনোনয়ন দিয়েছেন তখন তার জন্য কাজ করেছি। এবারো মনোনয়ন পেলে নির্বাচন করার জন্য প্রস্তুতি রয়েছে।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ববিতা বড়ুয়া এবং অ্যাডভোকেট কামরুন নাহার। অ্যাডভোকেট কামরুন নাহার বলেন, রাজনীতির জন্য তিনি অনেক ত্যাগ করেছেন। বিশেষ করে মহিলা ভোটারদের মাঝে আওয়ামী লীগের প্রতি সমর্থন বাড়াতে তিনি বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছেন। বর্তমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সমপাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী উল্লেখ করে বলেন, মনোনয়ন পেলে নেত্রীকে আসনটি উপহার দিতে পারবো। এ আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সমপাদক জান্নাতুল নাঈম চৌধুরী রিকু। বর্তমানে তিনি সাতকানিয়া বিএনপির মহিলা বিষয়ক সমপাদিকা। উপজেলার নলুয়ায় তার গ্রামের বাড়ি। এর আগে তিনি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।
জান্নাতুল নাঈম চৌধুরী রিকু বলেন, মনোনয়ন ফরম জমা দিয়েছি। দল থেকে মনোনয়ন পেলে নির্বাচন করবো। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো।
চট্টগ্রাম-৯ কোতোয়ালি-বাকলিয়া আসনে নির্বাচন করতে বিএনপি থেকে মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দিয়েছেন বেগম ফাতেমা বাদশা। তিনি নগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সমপাদিকা ছিলেন।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজমা আক্তার।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলর আবিদা আজাদ, অধ্যাপিকা নার্গিস আকতার।
চট্টগ্রাম-৬ রাউজান আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরিদা আকতার। তিনি উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী। রাউজানের ৯নং পাহাড়তলী ইউনিয়নে তার গ্রামের বাড়ি। মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দল মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচন করবো। না দিলে দল যাকে দিবে তার পক্ষে কাজ করে যাবো।
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বেবী বড়ুয়া এবং বর্তমান এমপি মাঈনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান। তিনি জানান, আমার স্বামী জাসদ করলেও আমি কখনো এই দলকে সমর্থন করিনি। আর আমার স্বামী কখনোই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সমপর্কে কোনো বিরূপ মন্তব্য করেননি। বরং সংসদে আওয়ামী লীগের পক্ষে সরব ছিলেন।
জোবাইরা নার্গিস খান বলেন, আওয়ামী লীগের জন্য তার শ্বশুর, তার স্বামী সেকান্দার হায়াত খানের যে ত্যাগ তা কখনোই কোনো কিছুর বিনিময়ে পূরণ হওয়ার নয়। ’৭৫ পরবর্তী আওয়ামী লীগ নিয়ে অনেকেই যখন বিদ্রূপে মেতেছিল, তখন জোহরা তাজউদ্দিনকে সঙ্গে নিয়ে তার স্বামী এল এ খান বিদ্যালয় মাঠে সমাবেশ করেছেন। ত্যাগ এবং জনপ্রিয়তা বিবেচনা করলে এই আসনে মনোনয়নটা তিনিই পাবেন বলে আশা করেন।
চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসন থেকে ফরম নিয়েছেন সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী।
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব।
চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াসিকা আয়েশা খান।
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান এবং রীতা সেন।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন নিগার সুলতানা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status