বাংলারজমিন

সুনামগঞ্জ-৫ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন লড়াই

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৮:৫৪ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনে ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থিতা নিয়ে গভীর উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন দলীয় নেতা-কর্মীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা ততই বেড়ে যাচ্ছে। উভয় দলেই হেভিওয়েট একাধিক প্রার্থী থাকায় কার ভাগ্যে জুটছে নৌকা ও ধানের শীষ প্রতীক- এ প্রশ্নই এখন সর্বত্রই ঘুরপাক খাচ্ছে। আওয়ামী লীগ ছাড়াও মহাজোটগতভাবে এ আসনে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে মূলত বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর নাম উঠে এসেছে আলোচনার ঊর্ধ্বে। বর্তমানে মানিক ও শামীমকে কেন্দ্র করে ছাতক-দোয়ারার আওয়ামী পরিবার দুই ভাগে বিভক্ত অবস্থায় রয়েছে। ছাতক-দোয়ারার সাধারণ ভোটারদের বিশ্বাস তাদের মধ্য থেকেই একজন হবেন নৌকার কাণ্ডারী। এমপি মুহিবুর রহমান মানিক ও শামীম আহমদ চৌধুরীকে নিয়েই ছাতক-দোয়ারার রাজনৈতিক অঙ্গন এখন সরব। তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থকদের মতে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে মানিকই হচ্ছেন নৌকার কাণ্ডারী। অপর দিকে শামীম সমর্থকদের বিশ্বাস ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নির্বাচনী মাঠে দলীয় কর্মকাণ্ডে জড়িত থাকা শামীম আহমদ চৌধুরীই হচ্ছেন সুনামগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী। দলীয় প্রার্থিতা নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে উভয় গ্রুপের নেতা-কর্মীদের সরব প্রচারণা। ইতিমধ্যেই এমপি মানিক ও শামীম চৌধুরীর পক্ষে বিশাল পৃথক শো-ডাউনসহ দোয়ারায় জনসমাবেশ করে নির্বাচনী মাঠে তাদের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করেছেন। তরুণ ভোটারদের মধ্যে শামীম আহমদ চৌধুরী একটি অনুপ্রেরণা বলে তার সমর্থকরা মনে করছেন। সাধারণ ভোটাররা মনে করছেন, দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে শামীম চৌধুরী বর্তমানে একটি শক্তিশালী অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। অপর দিকে ছাতক-দোয়ারায় বিএনপির নেতা-কর্মীরাও প্রার্থিতা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর প্রার্থিতা নিয়ে নেতা-কর্মীরা দুটি বলয়ে বিভক্ত অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচিসহ নির্বাচনী মাঠে উভয় নেতাই পৃথক গণসংযোগ, সভা-সমাবেশে ব্যস্ত রয়েছেন। সরকার পতনের আন্দোলনেও উভয় নেতা রাজপথে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। রাজনৈতিক অঙ্গনে মিলন ও মিজান অতি পরিচিত নাম। সাধারণ ভোটারদের মতে, মিলন এবং মিজান উভয়েরই নির্বাচনী এলাকায় রয়েছে শক্তিশালী অবস্থান। ১১ম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে এখন পর্যন্ত ১২ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। গত কয়েক দিনে স্ব স্ব দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। গতকাল দুপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। এ ছাড়া ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীও এ আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক, আওয়ামী লীগ নেতা টিএইচএম জাহাঙ্গির ও সাবেক ছাত্রলীগ নেতা মাওলানা আক্তার হোসেন। জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছেন, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা জাপার সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া, জাপার কেন্দ্রীয় সদস্য, কমিউনিটি নেতা আলহাজ জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন এবং ইসলামী আন্দোলন থেকে মাওলানা হুসাইন আল হারুন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status