ভারত

পাঞ্জাবে ধর্মীয় স্থানে গ্রেনেড হামলা, নিহত ৩

কলকাতা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৭:২৫ পূর্বাহ্ন

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসারে একটি ধর্মীয় স্থানে গ্রেনেড হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েচেন ১০ জনেরও বেশি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খবরে জানা গেছে, আজ রোববার নিরঙ্করী সেক্টরে এক ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড, গুলি ছোড়া হয়েছে। হামলাকারীরা বাইকে চড়ে এসেছিল বলে জানা যাচ্ছে। অমৃতসরের আইজি বর্ডার এসপিএস পরমর জানিয়েছেন, ওই এলাকায় ২ জন ব্যক্তি গ্রেনেড ছোড়ে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অন্য দিকে ডেপুটি পুলিশ কমিশনার কমলদীপ সিং ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলার কড়া নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, রেয়াত পাবে না হামলাকারীরা। দ্রুত পদক্ষেপ করা হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ রুপি এবং আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছেন। পুলিশের একাংশের মতে, এটি জঙ্গীদের পরিকল্পিত আক্রমণ হতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহে গোয়েন্দারা জানিয়েছিল, উপত্যকায় আলকায়দা জঙ্গি কম্যান্ডার মুসা বেশ কিছু হিজবুল জঙ্গির সঙ্গে বৈঠক করেছে। জম্মু-কাশ্মীরের পুলওয়ারায় জঙ্গিরা গা ঢাকা দিয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। গোয়েন্দারা জানিয়েছিল, কমপক্ষে ৫জন জঙ্গী পাঞ্জাবে প্রবেশ করেছে।

এরা সকলেই পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের সদস্য। গত বুধবার মাধোপুরে বন্দুক দেখিয়ে একটি ট্যাক্সি ছিনতাই করে ৪ জন। ২০১৬ সালে এভাবেই গাড়ি ছিনতাই করে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status