অনলাইন

৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উৎসবমুখর চবি

চট্টগ্রাম প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ১:৩৭ পূর্বাহ্ন

৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার সকাল থেকে উৎসবমুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। পালিত হচ্ছে নানা কর্মসূচি।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১টা ৫০মিনিটে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা।
দুপুর ২টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সাম্প্রতিক সময়ে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়।
১৯৬৬ সালের এ দিনে তিনটি বিভাগ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এখন সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদ ও ৬টি ইন্সটিটিউট রয়েছে। রয়েছে ২৭,৮৩৯ জন শিক্ষার্থী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status