বিশ্বজমিন

৯০ খুনের কথা স্বীকার করলো সামুয়েল

মানবজমিন ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ১০:১১ পূর্বাহ্ন

চার দশকে কমপক্ষে ৯০ জন মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের ৭৮ বছর বয়সী সামুয়েল লিটল। তার বিরুদ্ধে আনা এ অভিযোগ স্বীকার করে নিয়েছে সে। লুইজিয়ানা ও জর্জিয়ার তদন্তকারীরা এ কথা জানিয়েছেন। তারা চার দশকে কমপক্ষে ৯০ জন মানুষকে খুনের রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছিলেন। সেই তদন্তে আস্তে আস্তে বেরিয়ে আসে সামুয়েলের নাম। বর্তমানে সে তিনটি খুনের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় যাবজ্জীবন কারাদন্ড ভোগ করছে। পুলিশি মেমো অনুযায়ী, লুইজিয়ানার হোমা এলাকায় দুটি হত্যাকান্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে সামুয়েল। ওই দুটি হত্যাকা-ের একটি শিকার হয়েছিলেন ডরোথি রিচার্ড (৫৯)। তাকে ১৯৮২ সালে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজন হলেন ডেইজি ম্যাগিউরে (৪০)। দ্বিতীয় জনের মৃতদেহ পাওয়া যায় ১৯৯৬ সালে। তাদের দু’জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। লুইজিয়ানাতে অন্য যেসব হত্যাকান্ড হয়েছে তার দায়ও স্বীকার করে নিয়েছে সামুয়েল লিটল। তবু পুলিশ এসব হত্যাকান্ড নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। কয়েক দশক ধুরে জর্জিয়ার ওই দুই নারী হত্যার তদন্ত চলছিল। অবশেষে তার দায় সামুয়েল শিকার হয়ে নেয়ায় এর অবসান হলো। বিব কাউন্টি শেরিফের অফিস থেকে বলা হয়েছে, একজন মানুষকে হত্যা করা হয়েছে ১৯৭৭ সালে। আরেকজনকে হত্যা করা হয়েছে ১৯৮২ সালে। ১৯৭৭ সালে যাকে হত্যা করা হয়েছে তার কোনো পরিচয় জানা যায় নি। কারণ, স্থানীয় একটি জঙ্গলের ভিতরে তার কঙ্কাল পাওয়া যায়। আর ১৯৮২ সালে হত্যা করা হয় ফ্রেডোনিয়া স্মিথকে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলেছেন, এসব হত্যার সুনির্দিষ্ট তথ্য তাদেরকে দিয়েছে সামুয়েল। এসব বিষয়ে ফ্রেডোনিয়া স্মিথের পরিবারকে জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status