বিনোদন

আলাপন

‘এটা অনেকদিনের স্বপ্ন আমার’

কামরুজ্জামান মিলু

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২০ পূর্বাহ্ন

চিত্রনায়িকা রোজিনা অনেকদিন ধরেই লন্ডনে থাকেন। মাঝে কিছুটা সময় দেশে কাটানোর পর চলতি বছরের ২৪শে জুন আবারো লন্ডনে যান তিনি। প্রায় পাঁচ মাস পর গত ১১ই নভেম্বর ঢাকায় ফিরেছেন। ফিরে নিজের কাজসহ নানা পরিকল্পনার কথা জানালেন তিনি। রোজিনা মানবজমিনকে বলেন, লন্ডন থেকে কয়েকদিন আগেই ফিরলাম। এবার লন্ডনের পাশাপাশি কানাডা, আমেরিকাও ঘুরেছি। তবে দেশে থাকতেই ভালো লাগে আমার। ২০০৫ সালে সর্বশেষ মতিন রহমানের পরিচালনা ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘রাক্ষুসী’ ছবিতে অভিনয় করেছিলেন। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস। তারপর আর কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি। মাঝে চিত্রনায়িকা রোজিনা ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার জনপ্রিয় ফ্যাশন প্রতিষ্ঠান ‘বিশ্বরঙ’-এর এক ফ্যাশন শোতে অংশ নেন। গত বৈশাখে এই ফ্যাশন হাউজের ফটোসেশনেও অংশ নেন তিনি। আশির দশকের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা। এখনো চলচ্চিত্র নিয়ে ভাবেন তিনি। তাইতো সরকারি অনুদানের জন্য চিত্রনাট্য জমা দিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের কুমড়াকান্দিতে আমার নিজের গ্রাম। সেখানকার রাজাকার আলবদর কর্তৃক ক্ষতবিক্ষত একটি পরিবারের কাহিনীকে ঘিরেই একটি ছবির গল্প লিখেছিলাম। নাম ‘বীরাঙ্গনা’। ছবিটি সরকারি অনুদানের জন্য মন্ত্রণালয়ে জমাও দিয়েছিলাম। তবে যোগাযোগ ঠিকভাবে না করতে পারার কারণে ইতিবাচক সাড়া পাইনি আমি। এর চিত্রনাট্যও আমার নিজের লেখা। অবশ্য হাল ছাড়িনি। কাজটি নিজের প্রযোজনায় করার ইচ্ছে আছে। ভাবছি এবার নিজেই ছবি প্রযোজনা করব। নিজের নামের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়টি ছবি প্রযোজনা করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠান রোজিনা ফিল্মস থেকে ‘জীবন ধারা’ এবং ‘দোলনা’ নামে দুটি ছবি প্রযোজনা করেছি। এছাড়া আমার প্রোডাকশনের বাইরে আরো কয়েকটি ছবি প্রযোজনা করেছি। দেখি আবারো নতুন বছরে ছবি প্রযোজনা করার ইচ্ছে আছে। নিজের প্রযোজনার ছবি ‘জীবন ধারা’র জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। ১৯৮৬ সালে ‘হাম সে হায় জামানা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছবিতে রোজিনার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম। এসব বিষয়ে রোজিনা বলেন, কাজের স্বীকৃতি হিসেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ছোট-বড় ১৫টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। চলচ্চিত্রে অনেক কম পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করেছিলাম। আর এখন তো অনেকেই রাতারাতি তারকা। রোজিনার পারিবারিক নাম রেনু। বড় পর্দায় তাকে সবাই রোজিনা নামেই চেনেন। ১৯৭৭ সালে মহসীন পরিচালিত ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন তিনি। এফ কবীর চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় রোজিনা। পুরো আশি ও নব্বইয়ের দশকে তিনি ছিলেন ঢালিউডের চাহিদাসম্পন্ন নায়িকা। অসংখ্য জনপ্রিয় ছবি তিনি দর্শকদের দীর্ঘ সময় উপহার দিয়েছেন। দেশে ফিরলে সবার সঙ্গে তিনি যোগাযোগ রাখেন এবং ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে যাক এটাই প্রত্যাশা করেন। আগামী রোববার নিজের গ্রাম গোয়ালন্দ যাবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এবার একটু গ্রামের বাড়ি যাব। সেখানে মসজিদ নির্মাণের জন্য জায়গা রেজিস্ট্রেশন করে দেব এবার। গোয়ালন্দতে হবে এটা। আমার গ্রামের বাড়ির রাস্তায় আমাদের জমির উপর হবে মসজিদটি। এটা অনেকদিনের স্বপ্ন আমার। মার নামে মসজিদটি করার ইচ্ছে আছে। নিয়ত করেছি, ইনশাল্লাহ এবার গিয়ে কাজ শুরু করব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status