দেশ বিদেশ

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে প্রস্তাব গৃহীত জাতিসংঘে

মানবজমিন ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘে। তবে এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে চীন, রাশিয়াসহ ১০টি সদস্য দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে মোট ১৪২টি দেশ। জাপানসহ ভোটদানে বিরত থাকে ২৬টি দেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এ নিয়ে তৃতীয় কমিটি ওই প্রস্তাব অনুমোদন করে। এ প্রস্তাবটি যৌথভাবে উত্থাপন করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসি। তাদের পক্ষে প্রস্তাবটি পরিষদের সামনে তুলে ধরে বাংলাদেশ ও অস্ট্রিয়া। এ প্রস্তাবের কো-স্পন্সর ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রিয়া, মেক্সিকোসহ মোট ১০৩টি দেশ। জাতিসংঘের এক বিবৃতিতে ১৬ই নভেম্বর এ কথা জানানো হয়েছে। তাতে আরো বলা হয়েছে, মিয়ানমারে সব রকম মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানাবে পরিষদ। এসব ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন। ওই তদন্ত করা হবে সব দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় আনা নিশ্চিত করতে। রোহিঙ্গাদের মানবিক সংকটের বিষয়ে পরিকল্পনার জন্য ২০১৮ সালে তহবিলের বিয়ে আন্তর্জাতিক সমর্থনের জন্য পরামর্শ দেবে পরিষদ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনের প্রেস উইংকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইউএনবি বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে রোহিঙ্গাদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে এই প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status