অনলাইন

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

স্টাফ রিপোর্টার

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

 বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে কাল। সকাল ৯টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার পর্ব শুরু হবে। প্রতিদিন দুই পর্বে চারদিনে সম্পন্ন করা হবে এ সাক্ষাৎকার। প্রথমদিন দলের মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেবেন রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। সাক্ষাৎকার পর্বে প্রথম মনোনয়ন বোর্ডের মুখোমুখি হবেন পঞ্চগড়-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। তার পিতা ওই আসনের সাবেক এমপি ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এবার নির্বাচন করছেন না। তবে স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দলের মনোনয়ন বোর্ডে থাকবেন। প্রথম দিন সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ ও বেলা আড়াইটা থেকে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার হবে। ১৯শে নভেম্বর সোমবার সকালে খুলনা ও বিকালে বরিশাল বিভাগের, ২০শে নভেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও বিকালে কুমিল্লা ও সিলেট বিভাগের, ২১শে নভেম্বর বুধবার সকালে ময়মনসিংহ ও ফরিদপুর এবং বিকালে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। বিভাগওয়ারি সাক্ষাৎকারের সময় মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের সঙ্গে করে আনলে তা অসদাচরণ হিসাবে গণ্য হবে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত শুক্রবার শেষ হয় দলটির ৫ দিনব্যাপী মনোনয়নপত্র বিক্রি ও জমাদান পর্ব। তবে গতকালও সকাল থেকেই নয়াপল্টন বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয় ছিল জমজমাট। ফরম সংগ্রহ করে যারা নির্ধারিত সময়ে নানা কারণে জমা দিতে পারেননি তাদের ফরম জমা নেয়া হয়েছে সারাদিন। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, পাঁচ দিনে ৪১১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তবে জমা পড়েছে প্রায় তিন হাজার। রিজভী জানান, আমাদের দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ৫৮০টি। ফরম জমাদান চলছে। নানা কারণে অনেকেই শুক্রবারের মধ্যে জমা দিতে পারেননি। তাই শনিবারও ফরম জমা নিচ্ছি। জমার পরিমাণটা পরবর্তীতে আমরা আপনাদের জানাবো। দলীয় সূত্র জানায়, শুধু মনোনয়ন ফরম বিক্রি করেই পাঁচ দিনে দলের তহবিলে ২ কোটি ২৯ লাখ টাকা জমিয়েছে বিএনপি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status