বাংলারজমিন

আইনমন্ত্রীর আসনে মনোনয়ন চান প্রধানমন্ত্রীর ফুফা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:৩২ পূর্বাহ্ন

 ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলের মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় শহিদুল হক ভূঁইয়া। তিনি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। কসবার গোপীনাথপুর গ্রামের সন্তান। শহিদুল হক ভূঁইয়া শেখ কবির হোসেনের ছোট বোনের জামাই। সে হিসেবে আওয়ামী লীগ সভানেত্রীর ফুফা হন তিনি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বর্তমানে এই আসনের সংসদ সদস্য। আনিসুল হকসহ মোট ১২ জন দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন। অন্যরা হলেন- এই আসন থেকে দুবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহআলম, কেন্দ্রীয় যুবলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নারায়ন সাহা মনি, কসবা আড়াইবাড়ির বিশিষ্ট শিল্পপতি একেএম বদিউল আলম, কসবা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দাবাদ গ্রামের সৈয়দ শামসুল আলম, একই গ্রামের অ্যাডভোকেট আবু আমজাদ, রুটি গ্রামের অ্যাডভোকেট আলমগীর, সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা শিকারপুর গ্রামের জিএইচএম কাজল, ছতুরা শরীফ গ্রামের আল মামুন সরকার এবং দেলী গ্রামের মো. শাহীন। তবে, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মনোনয়ন নিশ্চিত ধরে নির্বাচনী এলাকার দুই উপজেলায় মন্ত্রীর অনুগত দলের নেতাকর্মী সমর্থকরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাকে নৌকায় ভোট দেয়ার জন্যে দেয়াল লিখনও হয়েছে কয়েক মাস আগে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status