দেশ বিদেশ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ইসির দায়িত্ব: কাদের

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ইসির দায়িত্ব বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টা এখন পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর। এখানে সরকারের কিছু করার নেই। তারা যদি মনে করে সেই পরিবেশ অনুপস্থিত আছে তবে এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ইলেকশনের শিডিউল ঘোষণার পর থেকে এটা নির্বাচন কমিশনের হাতে চলে গেছে। তবে এখনো নির্বাচনের নমিনেশন সাবমিট হয়নি, এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড কেন প্রয়োজন? এই প্রশ্ন আসে কেন? সেটা তো আমি জানি না। সমপ্রতি ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন কংগ্রেসসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যফ্রন্ট। ওই বৈঠকে কয়েকটি বিদেশি রাষ্ট্র নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, অনেকগুলো দেশের সঙ্গে আলোচনা করলে একটা দুইটা দেশ প্রশ্ন তুলতেই পারে। আর বিএনপি তো প্রচুর টাকাপয়সা দিয়ে লবিং করাচ্ছে, এটা লবিংয়ের মাধ্যমেও হতে পারে। সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠকে প্রধানমন্ত্রী কে হবেন এমন প্রশ্নের জবাব মেলেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, ঐক্যফ্রন্টের পিএম ফেইসের প্রশ্নটা তো প্রথমে আমি করেছি। সংসদীয় গণতন্ত্রে কে হবে তাদের প্রধানমন্ত্রী? এ প্রশ্নটা আমি রেইজ করেছি, এখন পর্যন্ত জবাব পাইনি। সুষ্ঠু পরিবেশ না পেলে যে কোনো মুহূর্তে ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে আসতে পারে বিএনপির এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, পল্টনে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, এরপর তারা সুষ্ঠু পরিবেশ কীভাবে চায়? তাদের আচরণে তো তার কোনো প্রকাশ নেই। যেভাবে তারা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েছে, এটাতো প্রকাশ্য দিবালোকে ঘটেছে। তাদের ছবি আছে এটা গোপন করার কিছু নেই, গোপন করার কোনো সুযোগও নেই। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে যে দানবীয় কাণ্ড ঘটালো, এখানেই তাদের নির্বাচনে অংশগ্রহণের সংশয় রয়ে গেছে। তারা কি সংশয় করবে? নির্বাচন নিয়ে তাদের যে সহিংস ভূমিকা, সেটাই বলে দিচ্ছে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা কতটা সংশয়ের ঊর্ধ্বে। নরসিংদীতে সংঘর্ষের ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, প্রায় পঞ্চাশ বছর আগে থেকে গ্রামে গ্রামে এই ঘটনা ঘটে আসছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগেও এমন ঘটনা ঘটেছে। তখন তো মিডিয়া সেটাকে রাজনীতিতে জড়ায়নি, এখন নির্বাচন তাই কিছু কিছু মিডিয়া এমন লিখছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status