দেশ বিদেশ

একাদশ জাতীয় সংসদ

নির্বাচন ভোট পর্যবেক্ষণের আবেদন ২১শে নভেম্বরের মধ্যে

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক নিবন্ধিত সংস্থাগুলোকে ২১শে নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করতে হবে। ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক গতকাল এ তথ্য জানান। সর্বশেষ দশম সংসদ নির্বাচন একতরফা হওয়ায় পর্যবেক্ষকও কম ছিল। এবার সবার অংশগ্রহণে ভোটের পরিবেশের মধ্যে পর্যবক্ষকদের সাড়া চেয়েছে ইসি। ইসি’র সহকারী পরিচালক আশাদুল হক বলেন, নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলো ২১শে নভেম্বরের মধ্যে পর্যবেক্ষণের বিষয়ে আবেদন করতে হবে। কোথায়, কত জন নিয়োজিত থাকবে তা আবেদনে উল্লেখ করতে হবে। নীতিমালা মেনে নির্ধারিত ফরমে এ সংক্রান্ত আবেদন করতে সংশ্লিষ্ট ১১৮টি সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা। তিনি জানান, ২০শে নভেম্বর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্রিফিং করবেন। সংস্থাগুলোকে বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশি পর্যবেক্ষক সংস্থা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের সহায়তা করবে। দেশি-বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে অনুমোদিত কার্ড সরবরাহ প্রক্রিয়াও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে জানান এ কর্মকর্তা। রাজনৈতিক দলগুলো ‘স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে- এই যুক্তি দেখিয়ে সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জানায় ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে ইসি’র ১১৮টি সংস্থা নিবন্ধিত রয়েছে। এরমধ্যে অতীতে দেড় যুগ ধরে পর্যবেক্ষণে থাকা ফেমা ও ব্রতী তালিকায় নেই। সমপ্রতি বাদ পড়েছে ‘অধিকার’ও। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০শে ডিসেম্বর ভোট হবে। এর আগে ২৮শে নভেম্বর পর্যন্ত মনোনয়ন জমার শেষ সময়, ২রা ডিসেম্বর বাছাই ও ৯ই ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status