দেশ বিদেশ

জোটের প্রার্থীর পক্ষে প্রচার টিম করবে ১৪ দল

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি বিজয়ের মাস এলেই নির্বাচনে আসতে ভয় পায়। গতকাল দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাসিম জানান, জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য ১৪ দল কয়েকটি টিম গঠন করবে।
মোহাম্মদ নাসিম বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। তারা বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচন চায় না। কারণ তারা বিজয়ের মাস ডিসেম্বর এলেই ভয় পায়। তাদের মনে হয়ে যায় ৭১-এর পরাজয়ের কথা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণার লক্ষ্যে দল গঠন করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জোটের প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য আমরা ১৪ দল থেকে টিম করবো। সারা দেশের বিভিন্ন আসনগুলোতে গিয়ে সভা-সমাবেশের মাধ্যমে জোটের প্রার্থীর পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচার-প্রচারণা চালাবো। নির্বাচনের আগে সারা দেশের যতগুলো আসনে সম্ভব আমাদের এই টিম প্রচার-প্রচারণা চালাবে। বিজয় দিবস  থেকে সারা দেশের সকল জেলা-উপজেলায় বিজয় মঞ্চ করা হবে বলে জানিয়েছেন ১৪ দলের এই মুখপাত্র। তিনি বলেন, এই সব বিজয় মঞ্চ থেকে মুক্তিযুদ্ধের সময়কার গান, মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করা হবে। বিএনপির চরিত্র এখনো পরিবর্তন হয়নি উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, পল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে যে ভাবে পুলিশের ওপর হামলা করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। বিএনপির চরিত্র এখনো বদলায়নি। এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল। তারা আগে থেকেই লাঠি নিয়ে হামলার জন্য প্রস্তুত ছিল। তারপরও তারা এই ঘটনা নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করায় তাদের স্বাগত জানিয়ে হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধীদের বিষয়ে মুখবন্ধের নীতিকে নিন্দা জানাচ্ছি।
অপরাধীদের পক্ষে ওকালতি বা হালাল করার চেষ্টা করবেন না। মীমাংসিত কোনো বিষয় নিয়ে বিভ্রান্ত ছড়াবেন না। বাংলাদেশকে আর হত্যাকারী-আগুন সন্ত্রাসীদের হাতে যেতে দেয়া যাবে না। এর আগে গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status