দেশ বিদেশ

‘হাসিনা: এ ডটারস টেল’ প্রামাণ্যচিত্রের প্রদর্শন বন্ধের দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৭ পূর্বাহ্ন

 ‘হাসিনা: এ ডটারস টেল’ প্রামাণ্য চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিমালার ১৪(২) ভঙ্গ করে শেখ হাসিনা গণভবনে দলের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। তার ওপর নির্মিত প্রামাণ্য চিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুমেন্টারি ফিল্মটি রাজধানীর স্টার, সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমতি ছাড়াও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দেখানো হচ্ছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে একজন প্রার্থী। শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই কারণে ইতিহাসের নানা ঘটনা, রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার পালাবদল, ব্যক্তি ও রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি এককেন্দ্রিকভাবে উপস্থাপন করা হয়েছে- যা আচরণবিধির চরম লঙ্ঘন। অবিলম্বে শেখ হাসিনার ওপর নির্মিত ডকুমেন্টারি ফিল্মটি সিনেমা হলগুলো থেকে প্রত্যাহার করতে হবে। নির্বাচনী আচরণবিধিমালার ১২ ধারা তুলে ধরে রিজভী বলেন, নিজে (শেখ হাসিনা) প্রার্থী হয়ে নিজেই কীভাবে আচরণবিধি ভঙ্গ করেন তা বোধগম্য নয়। নির্বাচনবিধিমালার ১২ ধারায় স্পষ্ট বলা আছে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে কোনো প্রকার প্রচার শুরু করা যাবে না। একই সঙ্গে বিধিমালার ১০(ঙ) ধারানুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থী ছবি বা প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কোনো বক্তব্য দেয়া যাবে না। এই ডকুমেন্টারি ফিল্মটি কি প্রচারণামূলক নয়? রিজভী বলেন, নির্বাচনী বিধিমালার ৭-এ পোস্টার ব্যবহারের বিধি-নিষেধও আছে। সেখানে বলা আছে, সিটি করপোরেশন ও পৌর এলাকার কোথাও পোস্টার সাঁটানোর কোনো সুযোগ নেই। অথচ ডকুমেন্টারি সিটি করপোরেশন এলাকায় অর্থাৎ সিনেমা হলগুলোয় প্রধানমন্ত্রীর ছবি সংবলিত পোস্টারসহ রীতিমতো মহড়া আকারে প্রচারণা চালানো হচ্ছে। ঢাক-ঢোল পিটিয়ে এসব করা হলেও নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকায়। এই কমিশন পুরোপুরি নির্বিকার। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, নির্বাচন কমিশনকে বলবো- আপনারা দ্রুত আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার চেষ্টা করুন। অন্যথায় আপনাদের পরিচালনায় যে নির্বাচন তা জনগণের কাছে উপহাসে পরিণত হবে। তিনি বলেন, চকবাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল শুক্রবার বিকাল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তার পরিবার পরিজন ও দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বেগ-উৎকণ্ঠায় আছে।
 অন্যদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুবউদ্দিন বাহার ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক কারাগার থেকে মুুক্তিলাভের পর তাদের কারাগেট থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর থানা যুবদল নেতা জমসেদ, কুমিল্লা জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ দুই বছর থেকে থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দুই বছরে তিনি বিএনপির ২০ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। গত দুই দিনে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার ও টাকা আদায় করছে। রিজভী জানান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আনোয়ারুল হক রয়েল, বর্তমান সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মহসিন হলের আহ্বায়ক মাহবুব মিয়া, জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, মশিউর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ-সভাপতি সুরুজ মণ্ডল, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান সুমনসহ অন্তত ২০ জনকে ১৪ই নভেম্বর পুলিশ গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে। এ সময় ঢাকা মহানগর, চট্টগ্রাম, কুষ্টিয়া, কুমিল্লা, ঝিনাইদহসহ সারা দেশে আটক নেতা-কর্মীদের তালিকা তুলে ধরে তাদের মুক্তির দাবি জানান রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নাজমুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা আশরাফউদ্দিন বকুল, মুনির হোসেন ও শাহিন শওকত উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status