দেশ বিদেশ

পলওয়েলকে লাভজনক প্রতিষ্ঠান করতে হবে: আইজিপি

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পলওয়েলকে একটি আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সংশ্লিষ্টদের সে মোতাবেক কাজও করতে হবে। গতকাল সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পলওয়েলের ৫১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, পলওয়েলের প্রতি শেয়ারহোল্ডারদের আস্থা বাড়াতে হবে। পুলিশ সদস্যদের বিনিয়োগকৃত অর্থ দিয়ে তাদের কল্যাণে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করতে হবে। এসময় তিনি পলওয়েলের চলমান প্রকল্পের সঙ্গে লাভজনক নতুন নতুন প্রকল্প গ্রহণ করে প্রাচীনতম এ সমবায়ী প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ এবং আয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় পলওয়েলের ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর ও অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, পরিচালক ও অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম এবং শেয়ার হোল্ডারগণ বক্তব্য রাখেন।
এ ছাড়া ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পলওয়েলের পরিচালক, ডেলিগেট ও শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় বিগত ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৪০ ভাগ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। এ ছাড়া বিগত অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status