দেশ বিদেশ

প্রার্থী চূড়ান্ত করেছে নাগরিক ঐক্য

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৭ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজ দলের প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরীক দল নাগরিক ঐক্য। রাজধানীর দুটি সংসদীয় আসনসহ সারা দেশে মোট ৩৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত এক তালিকার মাধ্যমে মনোনয়ন চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছে দলটি। শনিবার বিকালে প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নির্বাচনে লড়বেন বগুড়া-২ আসন থেকে। রাজধানীর ঢাকা-১১ আসন থেকে আনিসুর রহমান খসরু ও ঢাকা-১৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. সাদাকাত খান ফাক্কু। নাগরিক ঐক্য থেকে মনোনীত বাকি প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ-১ আসনে ফাতেমা ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে মো. মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ ডা. মো. ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. জিয়াউল হক সরকার, খুলনা-৩ মোড়ল আসাদুজ্জামান, সিরাজগঞ্জ-৫ মো. আব্দুন নূর, ময়মনসিংহ-২ নজরুল ইসলাম, পাবনা-৪ শাহনাজ হক রানু, কুমিল্লা-২ মো. ইকবাল কবির, কুমিল্লা-৫ সোহরাব খান চৌধুরী, কুমিল্লা-১১ আমিনুল ইসলাম বাদশা, জামালপুর-৩ নঈম জাহাঙ্গীর, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, ফেনী-১ মো. খায়রুল বাশার মজুমদার, কিশোরগঞ্জ-৫ তফাজ্জল হোসেন, সিলেট-৬ জিন্নুর আহমেদ চৌধুরী, বরিশাল-৪ জেএম নূরুর রহমান, চাঁদপুর-৩ ফজলুল হক সরকার, নেত্রকোনা-২ নজরুল ইসলাম খান, গাজীপুর-২ ডা. নাজিমউদ্দিন আহমেদ, বাগেরহাট-৩ দিদারুল আলম বাবুল, লক্ষ্মীপুর-১ মমিনুল ইসলাম, সাতক্ষীরা-২ ড. রবিউল ইসলাম, নোয়াখালী-১ মিয়া শহীদ হোসাইন, নারায়ণগঞ্জ-৫ এসএম আকরাম, রংপুর-৪ মোস্তফা জাফর হায়দার, গাজীপুর-৫ গোলাম আনোয়ার হোসেন চৌধুরী, সিরাজগঞ্জ-৬ মেরাজুল ইসলাম স্বপন, টাঙ্গাইল-৫ সৈয়দ হারুন-অর রশীদ, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ, নারায়ণগঞ্জ-৩ মো. আবু হানিফ হৃদয় ও চাঁদপুর-১ আসনে শহীদুল্লাহ কায়সার।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status