বাংলারজমিন

মাগুরা-১ এ মনোনয়ন যুদ্ধে আওয়ামী লীগের ১৮ প্রার্থী

মাগুরা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৫ পূর্বাহ্ন


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৮ প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে। একাধিক সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌্‌হাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, আশির দশকের তুখোর ছাত্রনেতা, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু, মাগুরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, ষাটের দশকের ছাত্রনেতা বর্তমানে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, রাশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এসএম শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল করিম, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল ফকির, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার যুবমহিলা লীগকে সুসংগঠিত করার দায়িত্বপ্রাপ্ত নেত্রী ও ২০১৩ সালে পেট্রোল বোমায় গুরুতর আহত অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রানা আমির ওসমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক পঙ্কজ সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status