বাংলারজমিন

দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগে মনোনয়নযুদ্ধে ২১ প্রার্থী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৪ পূর্বাহ্ন

 আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগে কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমান সংসদ সদস্য ছাড়াও আরো অন্তত ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এলাকা ঘুরে বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সমর্থন ও বিরোধিতায় দুই ধরনের চিত্র পাওয়া গেছে। আওয়ামী লীগের একপক্ষ মনে করছে, আগামী নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী না দিলে দল হেরে যেতে পারে। বর্তমান সংসদ সদস্যের পক্ষ বলছে, মনোরঞ্জন শীল  গোপালের বিকল্প প্রার্থী নেই এ নির্বাচনী এলাকায়। অন্যদিকে বিএনপিরও ৫ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। তবে জামায়াতের একজন শক্তিশালী প্রার্থী ভিন্ন কৌশলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার কথা শোনা যাচ্ছে। তার পক্ষেই জামায়াত মনোনয়ন প্রত্যাশা করছেন। জোটভিত্তিক নির্বাচনে গেলে বিএনপি ও জোটের শরিক জামায়াত হয়ে উঠতে পারে দলটির মূল প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বী। জাতীয় পার্টিরও ৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status